Daily

বিশ্ব বিজ্ঞানমহলে ভারতীয় বিজ্ঞানীর জয়জয়কার। হল জুড়ে ফেটে পড়ছে উচ্ছ্বাস। পুরস্কার নিচ্ছেন কেমব্রিজে কর্মরত ভারতীয় বিজ্ঞানী। ‘ব্রেকথ্রু’ পুরস্কার ঘরে আনলেন ভারতীয় বংশদ্ভূত বিজ্ঞানী রসায়নবিদ শঙ্কর বালাসুব্রমনিয়ন। বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় শাখার রহস্যভেদ করায় নয়া পালক জুড়লো বিজ্ঞানীর সম্মান ভাণ্ডারে।
‘জিন’ রহস্য। বিজ্ঞানের সবচেয়ে জটিল আর রহস্যময় একটা দিক। আর সেই রহস্য উদ্ঘাটনের সহজ উপায় বাতলে দেওয়ায় বিজ্ঞানমহল এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। যে রহস্য ভেদ করতে সময় লাগতো ১০ বছর কিংবা তারও বেশি, আর খরচ হতো লাখ লাখ ডলার। এখন থেকে সেই রহস্যভেদ হবে মাত্র একঘন্টায়। আর খরচ হবে মাত্র ১ হাজার ডলার। কাজেই খরচসাপেক্ষ হওয়ার জন্য যারা গবেষণার বিষয় হিসেবে ‘জিন’ শাখাকে এড়িয়ে চলতেন, তাদের সামনে খুলে গেল আগামীর দরজা।
তবে এটিই তাঁর মুকুটের এক এবং একটিমাত্র মণি নয়। এর আগেও ইংল্যান্ডের রানির কাছ থেকে পেয়েছেন ‘নাইটহুড’। নামের আগে বসেছে ‘স্যর’ উপাধি। এছাড়াও নিউক্লিক অ্যাসিড গবেষণায় তিনি খুলে দিয়েছেন নতুন দিগন্ত। আর এই নিউক্লিক অ্যাসিডের গবেষণাকে হাতিয়ার করে রয়াল সোসাইটির ফেলোও হয়েছেন এই রসায়নবিদ। একটা দুটো নয়। পুরস্কারের সংখ্যাটা নিজের ঝুলিতে নেহাত কম নয় তাঁর। এবার জিন রহস্যভেদের গতি বাড়িয়ে বিজ্ঞানচর্চাকে আরও কয়েকশো ধাপ এগিয়ে দিলেন তিনি।
ব্যুরো রিপোর্ট