Jobs

দেশসেবার মত আর কোন সেবা নেই। নিজের জন্মভূমিকে রক্ষা করার মত সুযোগ সবক্ষেত্রে আসে না। নিয়ম, নিষ্ঠা, পরীক্ষা, নিয়োগ এ এক দীর্ঘ প্রসেস। যার একেকটি ধাপ পেরোলে তবেই সুযোগ আসে জন্মভূমি রক্ষা করার। এবার সেই সুযোগ এনে দিল ভারতীয় সেনা বাহিনী। তবে এই সুযোগ পুরুষের নয়, মহিলার। ১০০ টি পদে মহিলা সামরিক পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। এবং এইসব আবেদন জানানোর শেষ তারিখ হল ২০ জুলাই ২০২১। আবেদন করার সময় প্রার্থীর ই-মেল আইডি মারফৎ পাঠানো হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড। লখনৌ, অম্বালা, জবলপুর, বেলগাঁও, পুনে এবং শিলংয়ে এই নিয়োগ করা হবে।
আবেদনকারীর বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। প্রতিরক্ষা কর্মীদের বিধবা স্ত্রীদের বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৩০ বছর। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রার্থীর নাম্বার ৪৫ শতাংশ থাকা আবশ্যিক। এছাড়া অন্যান্য বিষয়ে ৩৩ শতাংশ নাম্বার পেয়ে পাশ করতে হবে। গোর্খা এবং নেপালিদের ক্ষেত্রে শুধুমাত্র দশম শ্রেণী পাশ করলেই হবে।
তবে প্রার্থী বাছাই করা হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে। দশম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি কাট-অফ তালিকা প্রকাশ করা হবে। এছাড়া দু’জন প্রার্থীর নাম্বার সমান হলে বয়স যার বেশি, সে অগ্রাধিকার পাবে।
আগ্রহীরা আরও বিস্তারিত জানতে নজর রাখুন joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে। অথবা ফোন করতে পারেন 011-26173840 নাম্বারে।
ব্যুরো রিপোর্ট