Jobs
যার গলা শুনতে পেলেন, তিনি একজন ভারতীয় পড়ুয়া। রয়েছেন কিরঘিজস্তানে। শুধু তিনি একা নন। জানা যাচ্ছে, ১৫ হাজার মত ভারতীয়, ১১ হাজারের বেশি পাকিস্তানি এবং হাজারের মত বাংলাদেশী পড়ুয়াদের ভিড় থাকে কিরঘিজস্তানে। যেখানে কয়েকদিন আগে হামলা হবার কারণে কার্যত দুশ্চিন্তা বাসা বাঁধে। অভিযোগ, বিদেশি পড়ুয়াদের শিক্ষা দিতে নাকি এবার কঠিন হচ্ছেন সেই দেশের স্থানীয়রা। সেই সংক্রান্ত একটা ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, কিরঘিজের ছাত্রছাত্রীদের সঙ্গে বিদেশি কিছু পড়ুয়াদের বচসা করতে। কিন্তু এই বচসায় কোন ভারতীয় পড়ুয়া ছিলেন না। ছিলেন পাকিস্তান এবং মিশরের পড়ুয়া। তারপরই কার্যত বিদেশি পড়ুয়াদের উপর আক্রমণ ঘনিয়ে আসে। যদিও এই ভিডিওর সত্যতা বিজনেস প্রাইম নিউজ যাচাই করে নি। কিন্তু এতো জায়গা থাকতে পড়ুয়াদের ঢল কেন কিরঘিজস্তানে?
কিরঘিজস্তান দেশটি পুরোটাই পর্বত দিয়ে ঘেরা। দেশটার উত্তর এবং উত্তর পশ্চিমে রয়েছে কাজাখস্তান। পূর্বে এবং দক্ষিণে রয়েছে চিনের সীমান্ত। দক্ষিণে তাজাকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান। দুর্গম পার্বত্য এলাকা হলেও এই দেশে ভারতীয়দের পড়াশোনা করতে যাওয়ার ট্রেন্ড নতুন নয়। জানা গিয়েছে, বছর বছর ভারতীয় পড়ুয়াদের ঢল নামে এখানে। আর শুধু ভারত বলেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার বহু পড়ুয়া এখানে পড়াশোনা করতে আসেন। কী সেটা জানেন? ডাক্তারি। কম খরচে এই দেশে ডাক্তারি পড়া যায়। পাওয়া যায় এমবিবিএস ডিগ্রি যাকে মান্যতা দেয় খোদ রাষ্ট্রপুঞ্জ। কিরঘিজস্তানে ডাক্তারি পড়তে যেখানে ছ’বছরে খরচ আড়াই থেকে চার লক্ষ টাকা সেখানে ভারতে বা পশ্চিমের দেশগুলোয় খরচ অনেকটাই বেশি।
খেয়াল করবেন, ইউক্রেনে কম খরচে ডাক্তারি পড়ার জন্য ভারতীয়দের ঢল নেমেছিল। তবে সাম্প্রতিক ডামাডলের কারণে বহু পড়ুয়া ফিরে এসেছেন ইউক্রেন থেকে। তবে ইউক্রেনের রাস্তা যেহেতু মসৃণ নয়, তাই ভারতীয়রা ডাক্তারি পড়তে পাড়ি দিচ্ছেন কিরঘিজস্তানে। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে, এখনো চিন্তামুক্ত হতে পারেনি নয়াদিল্লি। আমাদের বিদেশমন্ত্রক পরিস্থিতি দেখে তড়িঘড়ি বিবৃতি জারি করে। ভারতীয় ছাত্রছাত্রীদের ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়। সেই সময় জানানো হয়, বিশকেকের পরিস্থিতির দিকে নজর রাখছে আমাদের বিদেশমন্ত্রক। অবশেষে ১৮ মে জানা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে কি জানেন তো, নিজের দেশের পড়ুয়া যখন বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন, তারপর পরিস্থিতি যখন জটিল হয় তখন সহ নাগরিক হিসেবে চিন্তা তো থেকেই যায়। তাই আশা করা যায় যে সকল ভারতীয় পড়ুয়া উচ্চ শিক্ষার জন্য সেখানে গিয়েছেন, তাঁদের সবদিক থেকে রক্ষা করবে আমাদের বিদেশ মন্ত্রক মানে ভারতের বিদেশ মন্ত্রক।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ