Market
![business Prime New-](https://businessprimenews.com/wp-content/uploads/2022/08/India-buying-Russia-coal_web.jpg)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমি দেশগুলো রাশিয়ার উপর চাপিয়েছে নিষেধাজ্ঞা। কয়লা থেকে প্রাকৃতিক গ্যাস বা তেলের মতন পণ্য আমদানি-রফতানির এই ব্যবসায়িক সম্পর্ক রাশিয়ার সঙ্গে একেবারে ছিন্ন করার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। তবে রাশিয়া অবশ্য এই নিষেধাজ্ঞা নিয়ে তেমন একটা ওয়াকিবহাল নয়। তার অন্যতম প্রধান কারণ, রাশিয়া দারুণভাবে নিজেদের ব্যবসার চাকা মসৃণ গতিতে ঘুরিয়ে চলেছে মিত্র দেশগুলোর সঙ্গে। এই তালিকা থেকে বাদ পড়েনি ভারত। সম্প্রতি রয়টার্সের একটি খবর থেকে জানা গিয়েছে, ভারত বহাল তবিয়তে রাশিয়ার থেকে বিপুল পরিমাণ কয়লা কেনা অব্যাহত রেখেছে। আর কয়লা কেনার জন্য ভারত ব্যবহার করছে এশিয় মুদ্রা!
জানা গিয়েছে, চিনের মুদ্রা ইউয়ানকে ব্যবহার করেই রাশিয়া থেকে কয়লা কিনছে ভারত। এমনকি শুধু ইউয়ান নয়। হংকং ডলার ব্যবহার করেও রাশিয়ার থেকে কয়লা কেনা অব্যাহত রেখেছে ভারত। সূত্রের খবর নিজেদের থেকে কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাস কেনার জন্য ভারতকে অন্যান্য দেশের থেকে অনেকটা বেশি ছাড় দিচ্ছে রাশিয়া। আর যে কারণে পশ্চিমি দেশের নিষেধাজ্ঞা নিয়ে তেমন একটা সমস্যায় পড়তে হবে না বলে মনে করছে রাশিয়া। রয়টার্সের একটি তথ্য থেকে জানা গিয়েছে, ভারত জুন মাসে ডলার বাদ দিয়ে এশিয়ার কারেন্সি ব্যবহার করে কয়লা কিনেছে ৭ লক্ষ ৪২ হাজার টন। আর জুন মাসে নিউ দিল্লি রাশিয়ার থেকে কয়লা কিনেছে ১৭ লক্ষ টন মতন। আর এটাই নতুন করে জল্পনা উসকে দিচ্ছে পশ্চিমি দেশগুলোর কাছে।
সূত্রের খবর, পশ্চিমি দেশগুলো এমনিতেই রাশিয়ার সঙ্গে ভারত নিজেদের ব্যবসায়িক সম্পর্ক টিকিয়ে রাখার কারণে বেজায় রয়েছে চটে। এই নিয়ে বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর’কেও বেশ কয়েকবার সাফাই দিতে হয়েছে। বাইডেনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখানোর কারণে আমেরিকার রাজনৈতিক মঞ্চ ভারতের উপর তেমন একটা প্রসন্ন নয়। আবার অন্যদিকে রাশিয়া ভারতকে সবদিক থেকে সাহায্যের জন্য রয়েছে প্রস্তুত। আর যে-কারণেই এশিয় মুদ্রাকে হাতিয়ার করেই রাশিয়ার সঙ্গে ভালোরকম ব্যবসায়িক সম্পর্ক টিকিয়ে রেখেছে ভারত।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ