Market
ভারতের ৮০ শতাংশ বাজার দখল করে বসে রয়েছে চিনা মোবাইল সংস্থাগুলি। ভিভো, ওপ্পো, শাওমি, রিয়ালমির মতন একাধিক সংস্থার মোবাইল ফোনগুলি দেশের বাজারে লাগাতার নিজেদের মুনাফা বৃদ্ধি করেই চলেছে। এবার সেই সংস্থাগুলির ভবিষ্যতের উপর বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকার। মনে করা হচ্ছে, কেন্দ্র যে-পথে নিজেদের সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে চলেছে তাতে কার্যত বড়সড় ক্ষতির ঝাপটা লাগতে পারে চিনা মোবাইল সংস্থাগুলির উপরে। জানা গিয়েছে, ১২ হাজার টাকার কম দামের চিনা মোবাইল ফোন ব্যবসায় কেন্দ্র জারি করতে পারে নিষেধাজ্ঞা। মনে করা হচ্ছে, ভারতীয় স্মার্টফোন কোম্পানিগুলো সেক্ষেত্রে নিজেদের ব্যবসা বৃদ্ধি করতে অনেকটা সক্ষম হবে।
ভিভো, ওপ্পো, শাওমির মতন চিনা সংস্থাগুলির বিরুদ্ধে এমনিতেই কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে বেশ কয়েকদিন আগে। তদন্ত করতে একেবারে আসরে নেমে পড়ে কেন্দ্র। অভিযোগ উঠেছিল আর্থিক অনিয়মেরও। স্বাভাবিকভাবেই, কেন্দ্রের এই সিদ্ধান্তে ভালোরকম ধাক্কা খেতে পারে চিনা মোবাইল সংস্থাগুলি। কারণ, অতিমারি পরবর্তী সময়ে ভারতের বাজারের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে চিনা মোবাইল সংস্থাগুলি। সেদিক থেকে দেখতে গেলে, কেন্দ্রীয় সরকার যদি কড়া পদক্ষেপ নেয়, তাহলে চিনা মোবাইল সংস্থাগুলির ব্যবসা ভালোরকম বিপদে পড়তে পারে। ইতিমধ্যেই কেন্দ্র তদন্তে নামার কথা শুনেই দেশ ছেড়ে কার্যত পাত্তারি গোটানোর সিদ্ধান্ত নেয় চিনা মোবাইল সংস্থা অনারের কর্মীরা। এখন ফের নতুন করে কেন্দ্রের সিদ্ধান্ত ভালোরকম প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল এই সংস্থাগুলির উপরে। তবে জানা গিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত থেকে আপাতত বাদ রয়েছে অ্যাপল এবং স্যামসাং। কারণ অ্যাপল ১২ হাজার টাকার কমে মোবাইল তৈরি করে না। অন্যদিকে স্যামসাং দক্ষিণ কোরিয়ার কোম্পানি।
বিশেষজ্ঞরা বলছেন, ভারত এবং চিনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বজায় থাকলেও সেটা কতটা সুদৃঢ়, তাই নিয়ে সংশয় রয়েছেই। এদিকে ভারতের মতন বিশাল বাজারকে কখনোই বেজিং হারাতে দিতে রাজি নয়। কিন্তু চিনের একতরফা ব্যবসায়িক চোখ রাঙানিকেও ভারত আর সহ্য করতে পারছে না। যে-কারণে আর্থিক দিক থেকে ভারত ভালোরকম চাপে ফেলে দিচ্ছে চিনকে। এখন ভবিষ্যতে এই জল কতদূর গড়ায়, সেদিকেই নজর থাকবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ