Prime
Daily
৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ আনল ভারত
By sanchitabpn21 | August 5, 2021
Daily
টোকিও অলিম্পিকসে ঐতিহাসিক জয় ভারতের। দীর্ঘ ৪১ বছরের খরা কাটিয়ে হকিতে ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনল ভারত। জার্মানিকে ৫-৪ গোলে হারানোর পর মনপ্রীত সিংহদের এখন শুধুই জয়জয়কার। প্রথম থেকে মনপ্রীত সিংহরা জার্মানির সঙ্গে কড়া টক্কর দিতে শুরু করলেও ম্যাচ শুরুতেই ১ গোলে পিছিয়ে পড়েন তাঁরা। কিন্তু সময় যত এগোতে থাকে ততই অপ্রতিরোধ্য হয়ে ওঠে ভারতীয় হকি টিম। অবশেষে পদক জয়।
উল্লেখ্য, ১৯৮০ সালে ভারত সোনার পদক জিতেছিল অলিম্পিকসে। তারপর দীর্ঘ ৪১ বছরের গ্যাপ। আজ জার্মানিকে কড়া টক্কর দিয়ে পদক ছিনিয়ে নিল ভারত। গড়ল নয়া নজির। ভারতীয় হকি টিমের এই ঐতিহাসিক জয় যে তরুণ প্রজন্মকে হকি খেলাতে আরও উদ্বুদ্ধ করবে তা বলাই বাহুল্য।
ব্যুরো রিপোর্ট