Market
বড় ধাক্কা চা শিল্পে। নজিরবিহীন কমতে পারে চা রপ্তানি। জানা গিয়েছে, এই বছরেই প্রায় ৩-৪ কোটি কেজি চা রপ্তানি কম হবে বাইরে। যে কারণে বড়সড় আর্থিক ধাক্কার মুখে পড়তে পারে দেশ।
সূত্রের খবর চা রপ্তানিতে এত ব্যপক পর্যায়ে ধাক্কার সম্মুখীন আগে ভারতকে হতে হয়নি। এর অন্যতম কারণ হল, অতিমারি পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে চায়ের চাহিদা কমেছে। একইসঙ্গে যে দেশগুলিতে ভারত চা রপ্তানি করত, সেই সকল দেশগুলি চা আমদানির ওপর জারি করেছে নিষেধাজ্ঞা। ফলে চা রপ্তানিতে মন্দা নেমেছে গত বছর থেকেই। জানা গিয়েছে, ২০১৯ সালের তুলনায় এই বছর চায়ের রপ্তানি কমেছে ২৯.০৩%। ২০২০ সালের তুলনায় কমেছে ১৩.০৩%। যে সকল দেশগুলি ভারত থেকে চা আমদানি করত সেই সকল দেশগুলিতে চা কম মূল্যে উৎপাদন করা হচ্ছে। কারণ ভারত থেকে চা আনাতে বড় অঙ্ক খরচ করতে হচ্ছে সেই সকল দেশগুলিকে।
ইন্ডিয়ান টি-বোর্ড সূত্রে খবর, অতিমারি পরিস্থিতি তৈরির আগে থেকেই চায়ের রপ্তানি কমছে নজিরবিহীন। ২০১৯ সালে ভারত যেখানে চা রপ্তানি করেছে ৬.৬২ কোটি কেজি, ২০২০ সালে সেই রপ্তানি কমেছে ৫.৮৫ কোটি কেজিতে। এবং ২০২১ সালে রপ্তানির পরিমাণ আরও কমে দাঁড়িয়েছে ৪.৮৬ কোটি কেজিতে।
চা উৎপাদনেও ধাক্কা খেয়েছে ভারত। দেখা গিয়েছে, চা উৎপাদনে ক্রমশ পিছিয়ে পড়ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। তুলনামূলকভাবে উত্তর ভারতের রাজ্যগুলিতে চায়ের উৎপাদন অনেকটাই বেশি। তবে অতিমারির প্রভাবে চা শিল্পে যে ব্যপক অস্থিরতা তৈরি হয়েছে তার প্রভাবেই বড়সড় আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে ভারতে।
ব্যুরো রিপোর্ট