Daily

জলবায়ু পরিবর্তন তো রয়েইছে। দোসর হয়েছে গ্লোবাল ওয়ার্মিং। যার ফলে আবহাওয়া পরিবর্তনের চরমতম শিকার হচ্ছে দেশ। আর এর প্রধান কারণ হলো, প্রশান্ত মহাসাগরে জন্মানো লা নিনা বা উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাব। আর যে কারণে এবারের শীতের দাপট হাড়ে হাড়ে টের পাবে ভারত।
ভারতের জলবায়ু পরিবর্তনের বিষয়টা অন্যান্য দেশের তুলনায় আলাদা। বিশ্বাস হচ্ছে না? হাতের সামনেই প্রমাণ রয়েছে। দক্ষিণ ভারতের বন্যা। বা এই ক’দিন আগেই উত্তর ভারত জুড়ে বইতে থাকা তাপপ্রবাহের দাপট। দেখা গিয়েছে, গ্রীষ্ম হোক বা বর্ষা – আবহাওয়ার চরমতম রূপটাই দেখেছে দেশ। আর এবার কনকনে শীতের সাক্ষী থাকছে ভারত। লা নিনার ফলে উত্তর গোলার্ধে হিমশীতল শীত সৃষ্টি হতে পারে। ভারতের কিছু অংশে আঘাত হানার সম্ভাবনাও রয়েছে। উত্তর ভারতের বেশ কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নিচে থাকবে।
তবে এমন ঘটনা এই প্রথম নয়। ২০১০, ২০১৬, ২০১৭ এমনকি ২০২০ সালেও লা নিনার শিকার হয়েছে ভারত। এক দশকে ভারত এত বার লা নিনার শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। একইসঙ্গে পূর্বাভাস দিয়েছেন ২০২২ সালের জানুয়ারি, ফেব্রুয়ারির শীত সাংঘাতিক হতে চলেছে।
ব্যুরো রিপোর্ট