Story
অতিমারি আবহে দেশের অন্যান্য শিল্প অর্থনীতিকে কাবু করে দিলেও চাষের কারণে আবারও বিশ্ব মানচিত্রে উঠে আসছে ভারত। ধান, গমের পর এবার চিংড়ি। কেন্দ্রীয় তথ্য বলছে, চিংড়ি রফতানিতে সারা বিশ্বে শীর্ষ স্থানে চলে এলো ভারত। সঙ্গে কেন্দ্রীয় সরকারের ঘোষণা, ২০২১ সালে চিংড়ি রফতানিতে বেশ ভালোরকম পরিবর্তন আসতে চলেছে। যা বিশ্ব বাজারে ভারত থেকে চিংড়ির রফতানি বাড়িয়ে দেবে ২০ শতাংশ। আর অঙ্কের হিসেবে শুধু চিংড়ি রফতানি করেই রাজকোষে ঢুকবে ৪.৩ বিলিয়ন মার্কিন ডলার।
গত বছর অতিমারির প্রভাব পড়ে চিংড়ি চাষেও। চাহিদা কমায় চিংড়ির রফতানিও কমে যায় ২৩ শতাংশের মত। দেশীয় বাজারেও তার প্রত্যক্ষ প্রভাব পড়ে। কিন্তু কেন্দ্রীয় সরকারের লক্ষ্য এখন চিংড়ি চাষে দেশকে শীর্ষে পৌঁছে দেওয়া। গত বছরে রফতানি কমে যাওয়ায় রাজকোষে ঢুকেছিল মাত্র ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু আবার আশা করা হচ্ছে, সেই অঙ্ক অনেকটাই বেড়ে দাঁড়াবে ৪.৩ বিলিয়ন মার্কিন ডলারে।
পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে মূলত চিংড়ির উৎপাদন অনেকটাই বেড়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসেই এটা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং বিশেষজ্ঞদের আশা, চিংড়ি চাষ করে ভারত ভিয়েতনাম এবং ইকুয়েডরের মত প্রথম সারির চিংড়ি রফতানিকারক দেশগুলিকে পিছনের সারিতে ফেলে এগিয়ে থাকবে শীর্ষে।
ব্যুরো রিপোর্ট