Market

অতিমারি পর্বে ভারতের অর্থনীতি জোড় ধাক্কা খায়। জিডিপির রেকর্ড পতন হয়। দেশের অর্থনীতি ক্রমশই আরও খারাপের দিকে যেতে শুরু করে। এমতাবস্থায় অক্সিজেন জোগায় কেবল বিদেশি বিনিয়োগ। যার ওপর ভরসা রেখেই দেশের অর্থনৈতিক পরিকাঠামো ফের দাঁড়ানোর একটা জায়গা পায়। জানা গিয়েছে, ২০২০ সালে দেশে বিদেশি বিনিয়োগ হয়েছে ৬৪০ কোটি ডলার। যা গোটা বিশ্বের সবচেয়ে বেশি ৫টি দেশের মধ্যে একটি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, গোটা বিশ্বে যেখানে বিদেশি বিনিয়োগ কমেছে ৩৫%, সেখানে ভারতে বৃদ্ধি পেয়েছে ২৭%। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করলে রাষ্ট্রসংঘের ব্যবসা ও বাণিজ্য সংস্থা আঙ্কটাড।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে দেশে এই বিনিয়োগের অঙ্কটা ছিল ৫১০ কোটি ডলার। কিন্তু অতিমারি পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধির কারণ? বলা হচ্ছে, করোনাকালে গোটা বিশ্বই ডিজিটাল পরিকাঠামোর দিকে নজর দিয়েছে। বাদ যায়নি ভারতও। আর ডিজিটাল জগতই টেনে এনেছে এই সকল দেশি, বিদেশি বিনিয়োগ। দেশের একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম বিদেশি বিনিয়োগ টেনে অর্থনীতিকে চাঙ্গা রাখার চেষ্টা করেছে। বিদেশি বিনিয়োগ এসেছে লারসেন অ্যান্ড টুরবো এবং গ্ল্যাক্সোস্মিথক্লিনে।
ব্যুরো রিপোর্ট