Market
অর্থনীতির ভালোরকম সংকোচন দেখেছে ভারত। অতিমারি পরবর্তী সময়ে যে আর্থিক দুরবস্থার ছবিটা প্রকট হয়ে উঠেছিল। এখন সেই সব বাধা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন পূরণ হবার মুখে। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে সবচেয়ে দ্রুত শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে ভারতের। এমনটাই জানালো ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। তাদের প্রকাশিত গ্লোবাল ইকনমিক আউটলুকে এই খবর প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, আগামী বছরে অর্থনৈতিক দিক থেকে ভারতের বৃদ্ধি হবে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত।
আগামী বছর ভারতের অর্থনীতি বৃদ্ধি পাবে ৮.৫% হারে। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বাড়বে ৯.৫% হারে।
এই বৃদ্ধি টেক্কা দিতে চলেছে বিশ্বের প্রথম সারির দেশগুলির ক্ষেত্রেও। ব্রিটেন, আমেরিকা এবং চিনের মত শক্তিধর দেশগুলিকে পিছনে ফেলে দেবে ভারত।
আগামী বছর আমেরিকা যুক্তরাষ্ট্রের আর্থিক বৃদ্ধি হতে পারে ৫.২%
আগামী বছর ব্রিটেনের আর্থিক বৃদ্ধি হতে পারে ৫%
আগামী বছর চিনের আর্থিক বৃদ্ধি হতে পারে ৫.৬%
আগামী বছর ভারতের আর্থিক বৃদ্ধি হতে পারে ৮.৫%
ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য আগামী ৫ বছরের জন্য প্রয়োজন ৭.৮ লক্ষ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। ইতিমধ্যে ৮ হাজার কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছে ভারতের বাজারে।
আইএমএফের রিপোর্ট জানাচ্ছে, ভারতে যদি এই হারে বিদেশি বিনিয়োগ হতে থাকে এবং ভারতের অর্থনীতি যদি এই হারে বাড়তে থাকে তাহলে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধিতে এগিয়ে থাকবে ভারতই।
ব্যুরো রিপোর্ট