Market

কম খরচেই তৈরি করতে হবে টানেল। সময়ও নিতে হবে অপেক্ষাকৃত অনেকটাই কম। সাবধানতার দিকেও রাখতে হবে যাবতীয় সচেতনতা। জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকড়ি।
ভারতের পার্বত্য এলাকাগুলি যাতায়াতের জন্য পৃথিবীর অন্যতম কঠিন স্হান। তাই সেইসকল এলাকায় যাতায়াতের সুবিধার জন্য তৈরি করতে হবে টানেল। কম খরচে, অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে। সম্প্রতি সড়ক এবং পরিবহন সংক্রান্ত একটি আন্তর্জাতিক ওয়েবিনারে এই কথাই জানালেন নীতিন। ২৭০ কিলোমিটার টানেল তৈরির পরিকল্পনার কথাও তিনি জানান।
বর্তমানে আমাদের দেশে প্রায় ১.৩৭ লক্ষ কিলোমিটার হাইওয়ে আছে। যার ওপর দিয়ে প্রতিদিন দেশের ৪০% ট্রাফিক যাতায়াত করে থাকে। এত দীর্ঘ হাইওয়ের মধ্যে ৩১ কিমি টানেল এখন ব্যবহার করা হয়। এবং আরও ১০৬ কিলোমিটার টানেল তৈরির হতে চলেছে।
একদিকে যখন একের পর এক স্মার্ট সিটি তৈরি হচ্ছে, পণ্য পরিবহনের জন্য নতুন রাস্তা তৈরি হচ্ছে তখন এই টানেল ঘিরেও তৈরি হতে পারে আয়ের পথ। তাই, কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী চাইছেন, খুব দ্রুত এই টানেলের কাজ শুরু করে দিতে।
ব্যুরো রিপোর্ট