Daily

২০৫০সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক হবে ভারত, বলছে রিপোর্ট। বর্তমানে আমদানিকারক দেশ হিসেবে ভারত রয়েছে আট নম্বরে। এদিকে বাড়ছে মধ্যবিত্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে চাহিদা। ফলে খুব শীঘ্রই আমেরিকা এবং চীনের পরে তিন নম্বরে জায়গা করে নিতে পারে ভারত।
এমনটা বাস্তবায়িত হলে অর্থনৈতিক দিক থেকে নতুন দিশা দেখাবে ভারত। বিশ্বের মোট আমদানির ৫.৯ শতাংশই থাকবে ভারতের। এমনটাই বলছে ব্রিটেনের ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডের পত্রিকা গ্লোবাল ট্রেড আউটলুক। বিশ্বজুড়ে যে আমদানির চাহিদা বাড়ছে তার বেশিরভাগটাই তৈরি হচ্ছে এশিয়া জুড়ে। ফলে ২০৩০ সাল নাগাদ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির অধিকাংশেরই আমদানি কমবে লক্ষণীয়ভাবে।
বিশ্বের অর্থনৈতিক কেন্দ্র কয়েক দশক ধরে পূর্বপ্রান্তকেন্দ্রিক হয়ে উঠছে। আর যে কারণে বদলে যাচ্ছে বাণিজ্যের ধরণ। মনে করা হচ্ছে, ২০৫০সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার দেশগুলির মধ্যে চাহিদা বাড়তে পারে ৫৬%। গবেষণা বলছে, দক্ষিণ এশিয়ার বাজারে যে পরিমান চাহিদা বৃদ্ধি পাবে, তার মুখে থাকবে ভারতের বাজার।
ব্যুরো রিপোর্ট