Trending

মেরেকেটে হাতে বাকি আর ৫০০ বছর। কিন্তু এরই মধ্যে ভারত নিয়ে রীতিমতো সতর্ক করলেন বিজ্ঞানীরা। তারা স্পষ্ট জানিয়ে দিলেন যেহারে ভারতের জলবায়ুর পরিবর্তন হচ্ছে তা কার্যত অধঃপতনের আরেক নমুনা। একটা সময় আসবে যখন ভারতে মানুষ আর বসবাস করতে পারবে না।
জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তারই একটা ইঙ্গিত কয়েকদিন আগে দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। যেখানে বলা হয় ২০৫০ সালের মধ্যে ভারত সহ বিভিন্ন দেশ বড় রকম জলকষ্টে পড়তে পারে। তার অন্যতম প্রধান কারণ ভূ-গর্ভস্থ জলস্তরের পতন। এবার আরো এক ভয়াবহ তথ্য উঠে এলো ভারত সম্পর্কে। যেখানে বলা হয়েছে, ২৫০০ সালের মধ্যে বাসের অযোগ্য হয়ে উঠবে ভারত। একই অবস্থা তৈরি হবে অ্যামাজনের জঙ্গল এবং আমেরিকার নিরক্ষীয় অরণ্যগুলিতে। তাপমাত্রা এতটাই বৃদ্ধি পাবে যে তা মানুষের কাছে অসহ্যকর হয়ে উঠবে। ফলে কমতে থাকবে মানুষের বসতি।
উল্লেখ্য, বিশ্ব উষ্ণায়নের মত পৃথিবীর সবথেকে বড় শত্রু মনে হয় আর কেউ নেই। তাই বিজ্ঞানীরা প্রথম থেকেই গ্লোবাল ওয়ার্মিংয়ের মত ইস্যুকে সবার সামনে তুলে ধরা হচ্ছে। একইসঙ্গে বলা হচ্ছে, প্যারিস জলবায়ু চুক্তি পূরণ করতে পারলে অনেকটাই বদলে যাবে দেশের আভ্যন্তরীণ ছবি।
ব্যুরো রিপোর্ট