Daily

বিপুল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে ভারত। পড়শি দেশ বাংলাদেশে এবার প্রায় ৮০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নয়টি কোম্পানি। পরিবহণ থেকে পর্যটন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে জ্বালানী, অটোমোবাইল, ইলেক্ট্রিসিটি সহ বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগ করতে চলেছে ভারত। গত রবিবার এক প্রেস কনফারেন্সে এই কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী বা বিডার চেয়ারম্যান মহম্মদ সিরাজুল ইসলাম।
কমছে ভারত বাংলাদেশের বাণিজ্য ঘাটতি। বাড়ছে দুই দেশের মধ্যেকার আমদানি রপ্তানি বাণিজ্য। এতদিন ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অঙ্কটা ছিল ২ বিলিয়ন ডলার। আর ভবিষ্যতে সেটাকে ৩ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ বাণিজ্যমন্ত্রক। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই প্রাথমিক বৈঠক সেরেছে দুই দেশের প্রতিনিধি। সই করা হয়েছে প্রাথমিক পর্যায়ের চুক্তিপত্রও। প্রসঙ্গত, বাংলাদেশের নিটল গ্রুপের সাথে প্রায় ৩০০ কোটি টাকার বিনিয়োগ চুক্তিও সই করা হয়ে গিয়েছে। নিটল নীলয় গ্রুপের সঙ্গে টিভিএস, থ্রি হুইলার কার্গো এবং মাস্টার্ড অয়েল যৌথভাবে বিনিয়োগের চুক্তি সই হয়।
ভারতের তরফে বাংলাদেশে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের আগ্রহ দেখছেন বাংলাদেশের কর্মকর্তারা। এরমধ্যে আগামী মাসে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা শোনা যাচ্ছে। আর তার আগে এই চুক্তিগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতে এসে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সঙ্গে সভা করবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী। আর যা কিনা বাংলাদেশে আরও বেশি পরিমাণে বিনিয়োগ টানতে সাহায্য করবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ