Prime
Daily
পরীক্ষামূলকভাবে ‘অগ্নি প্রাইমের’ সফল উত্ক্ষেপণ সম্পন্ন করলো ভারত
By BPN DESK | December 18, 2021
Daily
ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের মুকুটে বসলো নতুন পালক। বড়োসড়ো পদক্ষেপে সাফল্য এলো ভারতের প্রতিরক্ষা মহলে। পরীক্ষামূলকভাবে ‘অগ্নি প্রাইমের’ সফল উত্ক্ষেপণ সম্পন্ন করলো ভারত। আজ,শনিবার ওড়িশা উপকূলে ‘অগ্নি প্রাইম’ মিসাইলের পরীক্ষামূলক উত্ক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা।
নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। নিশানা তার নিখুঁত। প্রায় ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানা ঠিক আঘাত হানতে সক্ষম মিসাইলটি। মিশ্র ধাতুতে তৈরি অগ্নি সিরিজের এই নতুন মিসাইলটি ওজনেও বিশেষ ভারী হয়। আর নিশানা ঠিক রেখে লক্ষ্যভেদ করতে যাতে সক্ষম হয় এটি, সেদিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট