Market

এর আগে রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনা নিয়ে ভারত কোনদিনই বিশেষ আগ্রহ দেখায়। কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর গোটা বিশ্বে ব্যাপক হারে বাড়তে থাকে তেলের দাম। অপরদিকে ইউক্রেনে হামলা চালানোর কারণে ব্রিটেনসহ আমেরিকা এবং পশ্চিমাদেশগুলি রাশিয়ার ওপর জারি করে নিষেধাজ্ঞা। কিন্তু এই নিষেধাজ্ঞার পরও বাণিজ্য সচল রাখতে তেলের দামে ব্যাপক হারে ছাড় দেয় রাশিয়া। কিন্তু আবারো রাশিয়ার তেলের দাম বাড়ানোয়, তেল আমদানিতে এবার রাশ টানছে ভারত।
যুদ্ধ পরিস্থিতিতে জটিলতা বৃদ্ধি পাওয়ায়, তেলের দাম ফের বাড়াচ্ছে রাশিয়া। এমন সময় দাঁড়িয়ে এত ব্যাপক হারে মূল্যবৃদ্ধির কারণে, ভারতীয় তৈল শোধনাগার সংস্থাগুলি আপাতত ক্রুড তেল কিনবে রাশিয়ার থেকে এমনই জানা গেছে। সূত্র মারফত জানা গিয়েছে, রাশিয়ার পরিবর্তে ভারত ফের আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশ গুলি থেকে ক্রুড তেল আমদানি করবে।
বেশ কয়েকমাস ধরে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফায়দা তুলে রাশিয়ার ইএসপিও থেকে অনেক কম মূল্যে ক্রুড তেল আমদানি করে চলেছিল ভারত। কিন্তু সম্প্রতি হিসাব করলে দেখা যাচ্ছে রাশিয়ার ইএসপিও- এর ক্রুট তেলের দাম, সংযুক্ত আরব আমিরশাহির মুরাবানের তেলের দামের তুলনায় ৫ থেকে ৭ ডলার পর্যন্ত বেশি । এছাড়াও জানানো হয়েছে যে, আফ্রিকার তেলের মান রাশিয়ার ক্রুড ওয়েলের তুলনায় অনেক ভালো। অপর দিকে গতকালই রাশিয়ার রাষ্ট্রদূতও সাংবাদিক বৈঠক করে জানান, বিশ্ব বাজারে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে যদি তেলের যথাযথ দাম না পাওয়ায় যায়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ