Market

এবার গম রফতানি করার জন্য ভারত পাশে চাইছে মিশরকে। সেই নিয়ে একপ্রস্থ আলোচনাও সারতে চাইছে দুটো দেশ। তার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে, ভারত গম রফতানিতে ক্রমশই এক উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চলেছে বিশ্ববাজারে। আর যে কারণে গম রফতানি করার জন্য ভারত চাইছে নিজেকে আরও ছড়িয়ে দিতে।
২০২০-২১ সালে ভারত যে দেশগুলিতে গম রফতানি করেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ, নেপাল, আরব এমিরেটস, শ্রীলঙ্কা, ইয়েমেন, কাতার, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ওমান এবং মালয়েশিয়ার মত দেশগুলি। এর মধ্যে আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া এবং ইয়েমেনে ভারত প্রথমবারের জন্য গম রফতানি করে। কিন্তু এবারে গমের উৎপাদন অন্যান্য দেশের থেকে অনেকটা বেশি হওয়ায় ভারত গম রফতানির পরিধি আরও বাড়ানোর দিকে বিশেষ মনযোগী হয়েছে। সাধারণত ভারতে প্রতি বছর গম উৎপন্ন হয় ১০৭.৫৯ মিলিয়ন টন মতন। যার অনেকটাই ভারত নিজে ব্যবহার করে। আর বাকিটা রফতানি করে থাকে বিশ্বের বিভিন্ন দেশে। তার মধ্যে অবশ্য সবচেয়ে এগিয়ে থাকে বাংলাদেশ। জানা গিয়েছে, রফতানি করা গমের ৫৪% আমদানি করে বাংলাদেশ একাই। মূলত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, বিহার এবং গুজরাতে সবচেয়ে বেশি গম উৎপাদন করা হয়। এই রাজ্যগুলি থেকেই গম দেশের অন্যান্য রাজ্য সহ চলে যায় বিদেশেও। ২০১৯-২০ সালে গম রফতানি করে ভারত যেখানে আয় করেছিল মাত্র ৬১.৮৪ মিলিয়ন ডলার। সেখানে ২০২০-২১ সালে গম রফতানি করে ভারতের আয় পৌঁছে গিয়েছে ৫৪৯.৬৭ মিলিয়ন ডলার। আর ২০২১-২২ সালে গম রফতানি থেকে আয় বেড়ে দাঁড়িয়েছে ১.৭৪ বিলিয়ন ডলার।
এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথোরিটি সূত্রে জানা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে যে দেশগুলিতে সাপ্লাই চেন ভেঙে গিয়েছে, সেই সকল দেশগুলিতে রফতানি করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। ২০২০ সালে ভারত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহৎ গম উৎপাদনকারী দেশ। সেই বছর গোটা বিশ্বে গম উৎপাদনের ১৪.১৪% উৎপন্ন হয় এই ভারত থেকেই। তবে ভারত গম রফতানিতে কিন্তু অন্যান্য দেশগুলোর থেকে অনেকটাই পিছিয়ে। গম রফতানিতে ভারতের অবদান ১ শতাংশেরও কম। ২০১৬ সালে ভারত বিশ্বে গম রফতানি করত যেখানে ০.১৪ শতাংশ, ২০২০ সালে সেটাই বেড়ে দাঁড়িয়েছে ০.৫৪ শতাংশে।
আন্তর্জাতিক বাণিজ্যে গম রফতানির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গত পাঁচ বছরে বিশ্বের অন্যান্য দেশগুলি গমের ইউনিট এক্সপোর্ট প্রাইস কিছুটা বাড়িয়ে দিয়েছে। ভারতের ইউনিট এক্সপোর্ট প্রাইসও অন্যান্য দেশের থেকে খুব সামান্য হলেও বেশি। আর সেই প্রভাব সরাসরি গম রফতানিতে এসে পড়েছে বলে অনেকেই মনে করছেন। তবে যত যাই হোক। এমনিতেই ভারত পণ্য রফতানিতে তৈরি করেছে নয়া নজির। রফতানি করে ভারতের আয় দাঁড়িয়েছে ৪০০ বিলিয়ন ডলার। ভারত রফতানি বাণিজ্যে এগিয়ে আসতে চাইছে একেবারে সামনের সারিতে। আর সেদিক থেকে দেখতে গেলে গম যে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে চলেছে, তাকে অস্বীকার করার কোন জায়গা নেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ