Market

আর্থিক বৃদ্ধিতে কমতি নেই ভারতের। সরকারি এবং বেসরকারি বিনিয়োগ সেই বৃদ্ধিতে জ্বালানি হিসেবে কাজ করছে। এদিকে দেশ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাহিদা। ফলে ভারতকে যে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হিসেবে অনেকেই মনে করছেন, তাতে খুব একটা গলদ তেমন কেউ দেখতে পাচ্ছেন না। কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে অন্য জায়গায়।
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। বিশেষত কাঁচামাল থেকে শুরু করে জ্বালানিতে পড়েছে যুদ্ধের নেতিবাচক প্রভাব। দুয়েরই মূল্যবৃদ্ধি হচ্ছে বেশ ভালোরকম। আর তাতেই অনিশ্চয়তা ভর করেছে দেশের আর্থিক বৃদ্ধিতে। এমনকি দেশজুড়ে ভালোরকম চাহিদা তৈরি হলেও মূল্যবৃদ্ধির জেরে হোঁচট খাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে থেকেই যাচ্ছে। সঙ্গে কাজ হারানোর মত পরিস্থিতিও মাথা তুলতে পারে। তাই একদিকে যখন চাহিদা বৃদ্ধি দেশের আর্থিক কর্মকাণ্ডে জোয়ার আনতে পারে বলে মনে করছেন অনেকে, তখন মূল্যবৃদ্ধি, আর্থিক অনিশ্চয়তা এবং বেকারত্বের ত্র্যহস্পর্শে বৃদ্ধি কতটা মসৃণ গতিতে এগোবে, সেই নিয়ে উঠল জোরালো প্রশ্ন।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক জানিয়েছে, এশিয়ার উন্নয়নশীল দেশগুলিতে কাঁচামাল এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ধাক্কা খেতে পারে পণ্যের জোগান। সেদিক থেকে দেখতে গেলে অবশ্য এখনো পর্যন্ত ভারতকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে এডিবি। কারণ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মনে করছে, দক্ষিণ এশিয়ার উন্নয়নের চাকা ধরে রাখতে পারবে একমাত্র ভারতই। করোনার ধাক্কা, যুদ্ধের প্রভাব সব সামলে যেভাবে ভারত নিজের আর্থিক বৃদ্ধির ছবিটাকে এখনো কিছুটা স্পষ্ট রেখেছে তাতে দক্ষিণ এশিয়াকে মাথা তুলে দাঁড় করাতে ভারতের ভূমিকা যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই নিয়ে আর কোন সংশয় নেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ