Market
এবার প্রতিবেশি দেশ শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো ভারত। দীর্ঘ দিন ধরেই আর্থিক মন্দার মুখোমুখি পড়শি দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক বাণিজ্যে এবার নয়া মোর। চিনকে পেছনে ফেলে শ্রীলঙ্কাকে রেকর্ড অঙ্কের আর্থিক সাহায্য করলো ভারত।
২০২১ সাল নাগাদ চরম অর্থ কষ্টের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ফোরেক্স রিসার্ভ হারিয়ে একপ্রকার দেউলিয়া হয়ে যায় দেশটি। সেসময় শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য করে চিন। এছাড়াও সাহায্যের হাত বাড়িয়ে দেয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এতদিন পর্যন্ত সবথেকে চিনের থেকেই সবচেয়ে বেশি আর্থিক সাহায্য পেয়ে আসছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত শ্রীলঙ্কাকে মোট ৯৪৭ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছে চিন।
তবে, চলতি বছরের ছবিটা সম্পূর্ণ আলাদা। বন্ধু দেশ শ্রীলঙ্কাকে ৩৭৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থসাহায্য করে ভারত। এছাড়াও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের থেকে ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেয় শ্রীলঙ্কা। সবটা মিলিয়ে ভারতের আর্থিক সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪ বিলিয়ন মার্কিন ডলারে।
ভারত থেকে এই এক বছরে ৪ বিলিয়ন মার্কিন ডলারের খাদ্য সামগ্রী এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। যা প্রকৃতঅর্থেই রেকর্ড তৈরি করেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের এই সিদ্ধান্ত যে সত্যিই প্রশংসনীয়, তা আর বলার অপেক্ষা রাখে না।