Market

একধাক্কায় কয়লা আমদানি বাড়ল দেশের। গত মে মাসে ভারত কয়লা আমদানি করেছে ১৯.৯২ মিলিয়ন টন। যা সাধারণ কয়লা আমদানির থেকে প্রায় ২০.৪% বেশি। গত বছর মে মাসে ভারত কয়লা আমদানি করেছিল ১৬.৫৪ মিলিয়ন টন।
তবে বর্ষার আবহাওয়া চলে আসার জন্য এই শুকনো জ্বালানির চাহিদা আবারও একটু কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ পাল্লা দিয়ে পণ্য পরিবহনের মূল্য বেশ কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, চলতি অর্থবছরের প্রথম দু’মাসেই কয়লার আমদানি বেড়ে যায় ২৫.৪%। সেইসময় ভারত কয়লা আমদানি করে ৪২.১৯ মিলিয়ন টন। যা গত অর্থবর্ষের প্রথম দুই মাসের থেকে অনেকটাই বেশি।
সম্পূর্ণ আমদানির মধ্যে মে মাসে রান্নার জন্য অব্যবহৃত কয়লা আমদানি হয়েছে ১৩.৬৪ মিলিয়ন টন। গত অর্থ বর্ষে যা ছিল ১০.৫৪ মিলিয়ন টন। রান্নার জন্য ব্যবহৃত কয়লার আমদানিও বেড়ে হয়েছে ৪.৪১ মিলিয়ন টন। গত বছর মে মাসে এই আমদানি ছিল ৩.১৮ মিলিয়ন টনে।
ব্যুরো রিপোর্ট