Trending
আকাশপথে বিপ্লব। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ভারত আবারও শ্রেষ্ঠ আসনে। একটি চুক্তি আর তার জেরেই মোদীর প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ। আর হবেই তো। ৮৫ বিলিয়ন ডলারের চুক্তি করতে চলেছে টাটা গ্রুপ। যা এভিয়েশন সেক্টরে কার্যত রেকর্ড। তারপরেই, ভারতের এভিয়েশন সেক্টর নিয়ে কার্যত বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে পশ্চিমি দেশগুলোর। আসুন, বিষয়টা ছোট্ট করে স্পষ্ট করা যাক।
ফ্রান্সের বিমান সংস্থা এয়ারবাস। আমেরিকার বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং। আর এদের সঙ্গেই টাটা গ্রুপ বিপুল টাকার চুক্তি স্বাক্ষর করতে চলেছে। জানা গিয়েছে, ৪৭০-টি বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। যাকে এভিয়েশন সেক্টরে বাণিজ্যিক পরিষেবার ইতিহাসে সর্বোচ্চ বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। চুক্তি অনুযায়ী, এয়ার ইন্ডিয়া এই বিপুল অঙ্কের পরিবর্তে এয়ারক্র্যাফট কিনবে ২৫০টি এবং বোয়িং প্লেন কিনবে ২২০-টি। তার জন্য এয়ার ইন্ডিয়া খরচ করতে চলেছে ৮৫ বিলিয়ন ডলার। এই বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউজ থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এয়ার ইন্ডিয়ার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ২০০-র বেশি আমেরিকান বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। যা এক মিলিয়ন আমেরিকাবাসির কর্মসংস্থান তৈরি করবে। একইসঙ্গে তিনি গর্বিত ভারত-আমেরিকার মধ্যে এয়ার ইন্ডিয়া এবং বোয়িং নিয়ে বাণিজ্যিক চুক্তি করতে। জানিয়ে রাখি, এয়ার ইন্ডিয়া ২২০টি বিমান কিনতে চলেছে বোয়িং থেকে। তার জন্য খরচ পড়বে প্রায় ৩৪ বিলিয়ন ডলার। এছাড়া আগামী-তে আরও ৭০-টি বিমান কেনা হবে। খরচের অঙ্কটা দাঁড়াতে পারে সবমিলিয়ে প্রায় ৪৬ বিলিয়ন ডলারের কাছাকাছি।
অন্যদিকে এয়ারবাসের সঙ্গে বিপুল অঙ্কের চুক্তি করেছে টাটা গ্রুপ। জানা গিয়েছে, ৪০-টি ওয়াইড বডি এ৩৫০ এবং ২১০-টি ন্যারো বডি এয়ারক্র্যাফট কিনবে টাটা গ্রুপ। এই বিষয়ে একটি ভার্চুয়াল ইভেন্ট হয়। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো, রতন টাটা সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট কয়েকজন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো চুক্তিকে ঐতিহাসিক বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, ভারত এবং ফ্রান্স হল স্ট্র্যাটেজিক পার্টনার। এই চুক্তির ফলে আগামীদিনে ভারত এবং ফ্রান্সের মধ্যে বাণিজ্যিক পরিধি আরও গভীর এবং দীর্ঘ হতে চলেছে। এয়ার ইন্ডিয়ার এই ডিল নিয়ে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক।
বলাই বাহুল্য, সরকারের অধীনে থাকার সময় মহারাজার গৌরব দিন দিন যেন ফ্যাকাশে হয়ে পড়ছিল। টাটারা নিজেদের হাতে অধিগ্রহণ করার পর এয়ার ইন্ডিয়া আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে। হারানো গৌরব ফিরে আসতে শুরু করে। তারপরেই কার্যত রেকর্ড ডিলের পথে হাঁটে এয়ার ইন্ডিয়া। এই বিপুল অঙ্কের চুক্তি কার্যত আকাশপথে ভারতের সমৃদ্ধির রাস্তাটাই আরও চওড়া করে দেয়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ