Prime
Daily
কোভিশিল্ড বা কোভ্যাক্সিনকে গ্রিন পাস না দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নকে উল্টো চাপ দেয়ার রাস্তায় হাঁটল ভারত
By Business Prime News | July 2, 2021
Daily
টিকা নেওয়া থাকলেও ভারতে আগত ইউরোপীয়দের থাকতে হবে কোয়ারেন্টিনে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন গ্রহীতাদের ছাড়পত্র দেয়নি ইউরোপীয় ইউনিয়ন। আর তাতেই ইউরোপীয় ইউনিয়নের প্রতি চাপ বাড়াতে শুরু করলো ভারত।
টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলেও ভারতে এসে থাকতে হবে কোয়ারেন্টিনে। বৃহস্পতিবার থেকেই চালু হবে এই নিয়ম। প্রসঙ্গত, রাশিয়ার স্পুটনিক, হু এর তরফে ছাড়পত্র পেলেও ভারতের কোভ্যাক্সিনকে এখনো গ্রিন সিগন্যাল দেয়নি হু। আর তাই ইউরোপ বা আমেরিকা থেকেও মেলেনি ‘গ্রিন পাস’।
ভারতের কোভ্যাক্সিন বা কোভিশিল্ড কোনোটাকেই ছাড়পত্র দেয়নি ইউরোপ। সমস্যাটা এখানেই। তাই উল্টো চাপ বাড়াতে শুরু করলো ভারত।
ব্যুরো রিপোর্ট