Trending

ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ মানে ব্যাপারটা অনেকটা গরম তেলে ফুলুরি ছাড়ার মত। পাড়ার ক্লাবে হুলুস্থুলু। টানটান উত্তেজনা। একটা বড় এলইডিতে ফুল ভলিউমে ম্যাচ অন। চোখের পলক ফেলতে মানা। স্টেডিয়াম জুড়ে তো বটেই। টিভি স্ক্রিনেও ড্যাবড্যাব করে তাকিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা।
বহুদিন পর আগামীকাল এশিয়া কাপ ২০২২ খেলতে আবারও ময়দানে মুখোমুখি ইন্ডিয়া-পাকিস্তান। ভেনু? দুবাই স্টেডিয়াম। আর এই বহুপ্রতিক্ষিত ম্যাচ দেখতে টিকিট কেনার ধুম যে তুঙ্গে থাকবে, সেটাই এক্সপেক্টেড। হয়েছেও এমনটাই। পরিসখ্যান বলছে, ইন্ডিয়া-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে অনলাইনেও এখন সুপার রাশ। অনলাইনেও লাইন লাগিয়েছেন ফ্যানেরা। সেল উইন্ডো খোলার তিন ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে প্রায় ৭৫ হাজার টিকিট। এদিকে দুবাই স্টেডিয়ামের সিটিং ক্যাপাসিটি মাত্র ২৫ হাজার!
টিকিট বিক্রি থেকে ম্যাচ স্ট্রিমিং, ব্যবস্থাপনায় এতটুকু ফাঁক রাখা যাবে না। অনলাইনে লাইন দেওয়ার কারণে যাতে ওয়েবসাইট ক্র্যাশ না করে, তার জন্য এশিয়া কাপের অনলাইন টিকিটিং পার্টনার যাবতীয় প্রিকশন নিয়ে নিয়েছিলেন। স্টার নেটওয়ার্ক এবং ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার ডিজনিতে ম্যাচ স্ট্রিমিং হবে বলে জানা গিয়েছে।
ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচের টিকিটের ডিম্যান্ড সবসময়ই হাই। আর শুধু ম্যাচেই কেন। বিজ্ঞাপনের বহর আসতে চলেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও। বিজ্ঞাপনের হাত ধরে মেগা মুনাফা করতে চলেছে স্ট্রিমিং এজেন্টরা। হাই বিডিং রেটের বিজ্ঞাপন চালানর সম্ভাবনা প্রবল। আর এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে ঘিরে শুধু সময়ের অপেক্ষা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ