Market
করোনা পরিস্থিতিতে অতি ধনীদের সম্পদ বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু ভাইরাসের মারণ কামড়ে পর্যদুস্ত দেশের অর্থনীতি। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, যেখানে এই বিপদের সময়েও গোটা বিশ্বের সম্পদ বৃদ্ধি পেয়েছে সেখানে ভারতকে পড়তে হয়েছে অর্থনৈতিক সংকোচনের মুখে। ২০২১ সালে সারা বিশ্ব জুড়ে যেখানে অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.৮% সেখানে ভারতে অর্থনৈতিক সংকোচনের হার পৌঁছে গিয়েছে ৪.৪%-এ। কমেছে মাথাপিছু ব্যক্তির রোজগারের পরিমাণ। অর্থনৈতিক গতি বৃদ্ধি তো হয়নি, বরং এই সংকোচন রীতিমত চিন্তায় ফেলেছে অর্থনীতিবিদদের। মনে করা হচ্ছে বেকারত্বের ধাক্কা, কর্মী ছাঁটাই, মাইনে কাটা যাওয়া- এই সবেরই প্রত্যক্ষ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে।
ক্রেডিট সুইসের একটি সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে অতিমারির কারণে প্রতিটি পরিবারের সম্পত্তি কমেছে ৪.৪%। ব্যক্তি সম্পত্তির ঘাটতি আরও বেশি প্রায় ৬.১%।
বলা হয়েছে, ২০২০ সালে ভারতে ব্যক্তি-সম্পত্তির গড় পরিমাণ ছিল ১০ লক্ষ ৫৭ হাজার ১৭৭ টাকা। ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর সম্পত্তি বৃদ্ধি হয়েছে ৮.৮%। তখন আন্তর্জাতিক স্তরে বৃদ্ধির পরিমাণ ছিল ৪.৮%। কিন্তু অতিমারি পরিস্থিতিতে কোনভাবেই সংকোচনের হাত থেকে দেশকে বাঁচানো সম্ভব হয়নি। ফলে একদিকে যখন ধনী থেকে অতি ধনীদের সম্পত্তির পরিমাণ ঊর্ধ্বমুখী থেকেছে, তখন আমজনতার সম্পত্তি হ্রাস আরও একবার প্রমাণ করে দিল, ভালো নেই দেশের অর্থনীতি।
ব্যুরো রিপোর্ট