Market
বি পি এন ডেস্ক: ডিজিটাল ভারতের স্বপ্ন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই আরও জোরদার হয়ে ওঠে। নগদে বেচাকেনা নয়। যা লেনদেন হবে সবই ডিজিটাল-ই। এমনকি নোট বাতিলের অন্যতম কারণ হিসেবে এই ডিজিটাল লেনদেন একটা বড় ভূমিকা পালন করে এসেছে। সেই স্বপ্ন যে কতটা সত্যি হল তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি একটি রিপোর্টে। যেখানে বলা হয়েছে, ভারত ডিজিটাল লেনদেনকে এতটাই গুরুত্ব দিয়ে দেখেছে যে ২০২৫ সালের মধ্যে তা মোট লেনদেনের ৭১.৭ শতাংশে পৌঁছবে।
ডিজিটাল লেনদেনের চাহিদা এমনভাবেই ভারতীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে যে ভারত এখন স্বচ্ছন্দে টেক্কা দিতে পারছে অন্যান্য দেশকেও। গত বছর ভারত পেছনে ফেলে দিয়েছে প্রতিবেশী চিনকে। জানা গিয়েছে, গত বছরে এ দেশে যেখানে রিয়াল টাইম পেমেন্টের পরিমাণ ২৫৫০ কোটি, সেখানে চিনে সংখ্যাটা ১৫৭০ কোটি। ভারত পেছনে ফেলে দিয়েছে ব্রিটেন, থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়াকেও। ডিজিটাল লেনদেনের এই সাফল্যের অন্যতম কারণ অবশ্য করোনা ভাইরাস। গত অতিমারি বর্ষে সাধারণ মানুষ কেনাকাটার ক্ষেত্রে নগদ টাকার চেয়ে অনেক বেশি ভরসা রেখেছিল ডিজিটাল লেনদেনে। সেই অভ্যাসে মানুষ এখন যথেষ্ট অভ্যস্ত হয়ে পড়েছে। আর তার সঙ্গে পা মিলিয়ে এগিয়েছে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক সংস্থাগুলো। যার ফলে বলাই যেতে পারে মোদীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন অনেকটাই সত্যি হল।