Daily

৫ লক্ষ কোটির ঋণ নিচ্ছে ভারত। বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির ক্ষতিপূরণ হিসেবে এবার টাকা ধার নিতে চলেছে ভারত। এদিন এমনটাই জানালো কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এবিষয়ে শীর্ষ ব্যাংক রিসার্ভ ব্যাংকের সাথে কথাবার্তাও বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
চলতি অর্থবর্ষের প্রথমার্ধে কার্যকর ঋণ ৭.০২ লক্ষ কোটি টাকা বলে জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয় তরফে। কিন্তু প্রথমার্ধে বিনিয়োগকারীদের কাছ থেকে সরকারি বন্ডের ভালো চাহিদা থাকায় পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। তবে ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয়ার্ধে ৫.০৩ লক্ষ কোটি টাকার ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। জিএসটি ক্ষতিপূরণের পরিবর্তে দ্রুত রাজ্যগুলিকে ব্যালান্স দেওয়ার কথা বিবেচনা করে এই ঋণের পরিকল্পনা করা হয়েছে।
অর্থমন্ত্রক জানিয়েছে, ৭-৮ বছরের একটি ফ্লোটিং রেট বঅন্ড ইস্যু করবে সরকার। এর পাশাপাশি আগামী বছরগুলিতে কেন্দ্র সিকিউরিটিজ সুইচিং অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। তবে, সরকারি অ্যাকাউন্টে সাময়িক অসঙ্গতির জন্য, রিজার্ভ ব্যাঙ্ক, ওয়েজ অ্যান্ড মিন অ্যাডভান্স সীমা দ্বিতীয়ার্ধের জন্য ৫০,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে, বলে জানিয়েছে অর্থমন্ত্রণালয়।
ব্যুরো রিপোর্ট