Daily

ভ্যাকসিন সংকটে কাঁপছে ভারত। তবুও কেন নিজের দেশের মানুষজনকে ছেড়ে ভ্যাকসিন রপ্তানিতে উদ্যোগী মোদি প্রশাসন? উঠছে প্রশ্ন, চলছে প্রতিবাদ। বারবার তোপের মুখে পরেও ভ্যাকসিন কূটনীতিতেই বহাল থাকার সিদ্ধান্ত নিলেন মোদি সরকার।
আগামী মাস অর্থাৎ জুন থেকে ভারত ভ্যাকসিন সরবরাহ করবে বাংলাদেশ, নেপাল এবং মালদ্বীপকে। যদিও দেশবাসীর উদ্দেশ্যে রয়েছে সান্ত্বনাবার্তা । ভারতীয়দের ভ্যাকসিন দেয়ার প্রকল্পকে আরও তরান্বিত করার আশ্বাস দিয়েছেন তারা। প্রতিবেশী তিন রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ছাড়া নেপাল ও মালদ্বীপের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানান ভারত সরকারের এক মুখপাত্র। প্রতিবেশী রাষ্ট্রগুলোর এমন দুর্দিনে শক্তিধর ভারত মুখ ঘুরিয়ে বসে থাকতে পারে না। তাই দেশের লোকের ভ্যাকসিন দেয়ার গতি বাড়ানোর পাশাপাশি এই তিন দেশকেও ভ্যাকসিন সরবরাহ করবে ভারত।
এদিকে সরকারের অনুমান, ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ শক্তি হারাচ্ছে ক্রমেই কিন্তু দেশ থেকে এই মারণ ভাইরাসের প্রকোপ কমেনি এখনো। নীতি আয়োগের সদস্য বি কে পাল জানিয়েছেন, গত সাতদিনে গড়ে আক্রান্তের সংখ্যা কমেছে। তাই সাবধানতা অবলম্বন করতেই হবে সাধারণ মানুষকে।
ব্যুরো রিপোর্ট