Daily

ভারতের স্টার্ট আপ সংস্থাগুলির এখন বৃহস্পতি তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে চাকা ঘুরছে অর্থনীতির। বিনিয়োগ বাড়ছে ভারতে। বিশেষত, ভারতের স্টার্ট আপ সংস্থাগুলিতে বিনিয়োগ করতে আগ্রহ বাড়ছে বিশ্বের ক্যাপিটাল সংস্থাগুলির। সারা বিশ্বের ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলির কাছ থেকে বিনিয়োগ গ্রহণ করছে ভারত। এমনটাই বলছে সম্প্রতি প্রকাশিত নিক্কেই এশিয়ার রিপোর্ট।
নিক্কেই বলছে, চলতি বছরে ভারতে বিনিয়োগ করেছে ২১১টি তহবিল। যা সংখ্যায় গত বছরের তুলনায় ৬৪টি বেশি। ভারতের এই উন্নয়ন চীনের অবনতির দিকেই আঙ্গুল তুলছে। ২০১৪ সালে ভারত থেকে সরে গিয়েছিল ক্লেইনার পারকিন্স, সিলিকন ভ্যালি ফান্ড। এবার তারা ফিরে এসে আবারও বিনিয়োগে আগ্রহী হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, চলতি বছরে ইতিমধ্যেই ৫৯৭টি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ভারতের স্টার্ট আপ সংস্থাগুলির সাথে ২,২৪৮টি চুক্তি করেছে।
মূলধন বিনিয়োগের ক্ষেত্রে এতদিন বিশ্বের কাছে সবচেয়ে পছন্দের জায়গা ছিল চিন। প্রযুক্তি খাতে বেজিংয়ের নিয়ন্ত্রক ক্র্যাকডাউনের জেরে চিন নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়েছে বলছে নিক্কেই। আবার নিক্কেই – এর সুরেই সুর মেলাচ্ছে ব্লুমবার্গ। প্রসঙ্গত সম্প্রতি চিনা স্টকের মূল্য ১.৫ ট্রিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।
ব্যুরো রিপোর্ট