Trending

ইংল্যান্ড ভ্রমণে স্বস্তি। ভারতকে সরানো হল লাল তালিকা থেকে। পরিবর্তে রাখা হল ‘অ্যাম্বার’ লিস্টে। রবিবার ইংল্যান্ড ভারতকে এই তালিকায় রাখার জন্য অনেকটাই নিশ্চিন্ত হলেন ভারত থেকে ইংল্যান্ডগামী যাত্রীরা। ‘অ্যাম্বার’ তালিকায় রাখার অর্থ হল, ভারত থেকে ইংল্যান্ডে যাওয়া কোন ব্যক্তিকে যাদের টিকাকরণের দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে, তাঁদের আর ১০ দিনের জন্য হোটেলে নিভৃতবাস করতে হবেনা।
এর ফলে ১০ দিনের এই নিভৃতবাসে থাকাকালীন ইংল্যান্ড সরকার যে ১০ দিনের স্বেচ্ছা নির্বাসনের কথা জানিয়েছিল এবং যার জন্য সরকারকে খরচ করতে হত ১৭৫০ পাউন্,ড সেই নির্দেশ মানারও কোন প্রয়োজন পড়বে না। তবে ঠিক কোন কোম্পানির টিকা নিলে ইংল্যান্ড সফরের জন্য কোনরকম ঝক্কি পোহাতে হবেনা সেই নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ডিএইচএসসি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব জুড়ে বেশ কিছু সংস্থা করোনা প্রতিষেধক তৈরি করে বিশ্ব বাজারে ছড়িয়ে পড়তে চাইছে। ফলে ইংল্যান্ড ছাড়া আর কোন কোম্পানির টিকাকে ছাড়পত্র দেওয়া হয় সেদিকেই নজর রাখছে তারা।
যদিও সরকারি সূত্রে জানানো হয়েছে যে, ভারতে তৈরি অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাক্সিনকেই আপাতত মান্যতা দিয়েছে ইংল্যান্ডের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি। তবে সে দেশের অ্যাম্বার লিস্টে থাকা দেশগুলির ক্ষেত্রে জানানো হয়েছে, সফর করার অন্তত তিনদিন আগের কোভিড টেস্ট যেমন প্রয়োজনীয় তেমনই করোনার টিকা নেওয়ার জন্য আগে থেকে বুকিং করাও অত্যন্ত প্রয়োজনীয়। যাতে পৌঁছেই নির্দিষ্ট ব্যক্তি টিকাকরণ সম্পূর্ণ করতে পারেন।
ব্যুরো রিপোর্ট