Daily

সারা বিশ্ব জুড়েই যখন ব্যাপক প্রবলতা তৈরি হয়েছে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের, সেই সময় দাঁড়িয়ে আর পিছিয়ে নেই ভারতও। ইন্টারনেট জগতে ব্যবহারযোগ্য এই মুদ্রা প্রযুক্তিকে এবার কাজে লাগাতে আগ্রহী ভারত। কিন্তু এই প্রযুক্তিকে যাতে কোনও অসৎ পথে ব্যবহার না করা যায় সেই বিষয়েও নিশ্চয়তা রাখতে চায় সরকার।
যেকোনো প্রযুক্তি বা প্রকল্প শুরু করার আগে নিশ্চিত থাকতে হয় যে, সেটার পরিকাঠামো কতটা মজবুত। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য। সম্প্রতি ভারতের ইডি, কালো টাকা লেনদেনের ক্ষেত্রে এই ডিজিটাল মুদ্রা ব্যবহারের খোঁজ পেয়েছিল। তবে টেররিস্ট অ্যাক্টিভিটি থেকে শুরু করে ব্ল্যাক মানি ট্রান্সাকশন। এইরকম বিভিন্ন ধরনের বেআইনি কাজের সাথে ক্রিপ্টোকারেন্সির নাম জড়িয়ে থাকার অভিযোগ আজকের নয়। কিন্তু আসছে বছর ভারত নেতৃত্ব দিতে চলেছে জি-২০ গোষ্ঠীর প্রেসিডেন্ট দেশ হিসেবে। আর জি-২০ গোষ্ঠীর নেতা হিসাবে ভারতের মূল লক্ষ্য থাকবে সারা বিশ্বে ক্রিপ্টো ব্যবহারের নিয়ম চালু করা। জোর দেওয়া হবে সঠিক পরিকাঠামো গঠনের দিকেও। আমেরিকা সফর শেষে এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ভারত এই ক্রিপ্টো ব্যবহারের জন্য কতটা আগ্রহী তা ইতিমধ্যেই প্রমাণ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ডিজিটাল মুদ্রাকে সম্পদ হিসেবে চিহ্নিত করা থেকে শুরু করে এই ধরনের লেনদেনের ক্ষেত্রে করও আরোপ করেছে কেন্দ্র। এমনকি এবার নিজস্ব ডিজিটাল মুদ্রা আনার দিকেও আগ্রহ প্রকাশ করেছে ভারত। এখন প্রশ্ন হল একটাই। এইধরনের মুদ্রার ব্যবহার বাড়ানোর ফলে কি কোনও সুফল মিলবে ভারতীয় অর্থনীতির?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ