Daily
প্রথমে করোনা মহামারী এবং তার পরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। একের পর এক বিপদের পর কার্যত শিরদাঁড়া ভেঙে গিয়েছিল বিশ্বের কমবেশি প্রতিটি দেশেরই। কিন্তু সময়ের সাথে সাথে ফের স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ঘুরে দাঁড়াচ্ছে বিশ্বব্যাপি কমবেশি সকল দেশই।
দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে সেই ঘুরে দাঁড়ানোর দৌড়ে বেশ ভালোরকম এগিয়ে রয়েছে ভারত। বিশ্বব্যাঙ্কের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার , এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন। আর ভারতীয় অর্থনীতির এত দ্রুত পুনরুদ্ধারের কারণ হিসাবে তিনি জানান, অন্যান্য দেশের মতো ভারতের সেই অর্থে বড় মাপের কোনো বাহ্যিক ঋণ না থাকা।
এদিকে বিশ্বব্যাঙ্ক ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের ৬.৫ শতাংশ বৃদ্ধি পূর্বাভাস করেছে গত বৃহস্পতিবার। যা এক শতাংশ কম জুনের প্রকাশিত রিপোর্টের থেকে। যদিও এই রিপোর্ট প্রকাশিত হয়েছে আইএমএফের বার্ষিক বৈঠকের আগেই। গোটা বিশ্বের তুলনায় ভারত দ্রুত পরিস্থিতি কাটিয়ে উঠছে , এমনটাই দাবি করা হয়েছে নতুন রিপোর্টে।
প্রসঙ্গত, যে সব দেশগুলির আয় বেশি সেখানে আর্থিক বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেকটা কম। ভারতের এগিয়ে যাওয়ার পিছনে এটাও একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে। টিমার মনে করেন, ভারত করোনার সময়ে ঠিক যতটা তৎপরতার সাথে কাজ করছিল, বর্তমানেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায়, কাজের সেই ধারাবাহিকতা বেশ ভালোভাবে বজায় রেখেছে। এছাড়াও ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কে রয়েছে বড় অঙ্কের রিজার্ভ। যা ভারতের আর্থিক ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ ব্যাকআপ রূপে ভূমিকা পালন করছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ