Market

জলপথে আরও শক্তি বাড়াচ্ছে ভারত। তৈরি হতে চলেছে নিউক্লিয়ার শক্তিসম্পন্ন ৩টি ডুবোজাহাজ। যা ভারতে এই প্রথম তৈরি করা হচ্ছে। অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন এই ডুবোজাহাজগুলি টেক্কা দেবে অন্যান্য প্রথম সারির দেশের ডুবোজাহাজকে। যেখানে থাকছে হেভি ডিউটি ফায়ারের ব্যবস্থা। থাকছে অ্যান্টি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র। থাকছে ১২ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। আর থাকছে ১৮টি হেভিওয়েট টর্পেডো বহনের ক্ষমতা। আর এই গোটা কর্মকাণ্ডটি শেষ করতে খরচ পড়বে ৫০ হাজার কোটি টাকা। এটি বানাবে বিশাখাপত্তনমের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
এই তিনটে সাবমেরিনের জন্য ভারতের শক্তি একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। শক্তিশালী হবে প্রতিরক্ষার দিকটিও। এমনটাই মনে করছে প্রতিরক্ষা দফতর। জানা গিয়েছে, সর্বমোট এমন ৬টি সাবমেরিন বানাবে ভারত। প্রথম ধাপে তৈরি হবে তিনটি। পরের ধাপে তৈরি হবে আরও তিনটি। এগুলি তৈরি করছে দুটি দেশীয় সংস্থা। একটির নাম মাজাগন ডকস লিমিটেড এবং অপরটি এলঅ্যান্ডটি। এমন ডুবোজাহাজ তৈরির পরিকল্পনা নরেন্দ্র মোদী ২০১৪ সালেই নিয়েছিলেন। যদিও এতদিন পর তা বাস্তবায়িত হতে চলেছে। তবে, এই প্রকল্প বাস্তবায়িত হবার সঙ্গে সঙ্গে বহু কর্মসংস্থান তৈরি হবে বলে জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট