Daily

ইলেকট্রনিক হাব হচ্ছে ভারত। আগ্রহ দেখাচ্ছেন বিনিয়োগকারীরা। স্মার্টফোন তৈরিতে এমনিতে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এবার থেকে সেমিকন্ডাক্টর চিপের নকশা থেকে শুরু করে তাদের উত্পাদন, প্যাকেজিং এবং টেস্টিং যাবতীয় কিছু দেশেই হবে। জানিয়েছেন প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। করোনাকালে গোটা বিশ্ব যখন সেমিকন্ডাক্টর ঘাটতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ঠিক তখনই এমন উদ্যোগ স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের নতুন আশা দেখাচ্ছে। আর এবার নজর কাড়ছে বিনিয়োগকারীদেরও।
ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে প্রস্তুতকারকদের আকৃষ্ট করতে হাজার কোটি ডলারের প্যাকেজের অনুমোদন দিয়েছে ভারত। গত বুধবার এমন তথ্যই দিয়েছেন প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্রের খবর, ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টর, তাইওয়ানের ফক্সকন এবং সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান ভারতে সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। ভারতে একটি ডিসপ্লে কারখানা করতে চায় ইংল্যান্ডের ভেদান্তা গ্রুপ। এছাড়াও ডিজাইন লিঙ্কড ইনসেনটিভ নামে একটি প্রকল্পে গ্রিন সিগনাল দিয়েছে ভারত সরকার।
রয়েছে আরও এর সুখবর। এর পাশাপাশি ভারতের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা গ্রুপও এই ব্যবসায় নামতে আগ্রহ দেখিয়েছে বলে জানা গিয়েছে। একটি সেমিকন্ডাক্টর সংযোজন ও পরীক্ষা ইউনিট স্থাপনে তিনটি রাজ্যের সঙ্গে তাদের আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
ব্যুরো রিপোর্ট