Market
বিপদ যখন শিয়রে তখন কেইবা শত্রু আর কেইবা মিত্র। পরিত্রান পেতে তাই ভারতের ভরসা এখন চিন থেকে আমদানি করা চিকিৎসার সরঞ্জাম। ভারত-চিন সীমান্তে যে সংঘর্ষের জন্য ভারত গোঁসা করে জানিয়েছিল, চিন থেকে আর আমদানি নয়, এখন গ্রহের ফেরে সেই আমদানিতে দাঁড়ি টানল না সরকার।
অক্সিজেন কন্সেনট্রেটর, অক্সিমিটার, পিপিই কিট, ভেন্টিলেটর অথবা থার্মোমিটার এই সবই আমদানি করার প্রধান ভরসা চিন। তাই সময় নষ্ট নয়। করোনার সঙ্গে জীবনযুদ্ধে নেমে ভারতের কাস্টমস ডিপার্টমেন্ট আর দেরি করতে চাইল না। ফলে সবুজ সংকেত দিয়েই দিয়েছে। যদিও মেডিক্যাল সরঞ্জাম ছাড়া চিন থেকে অন্যান্য পণ্য আমদানিতে ভারত এখনও গড়িমসি করছে।
এদিকে চিনও সুযোগ বুঝে ভারতের পরিস্থিতি দেখে এই সকল চিকিৎসা সরঞ্জামের ওপর রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েছে কিছুটা। কিন্তু ভারত সরকারের এখন হাত-পা বাঁধা। আগে প্রাণ, তারপরে মান। তাই আমদানি মূল্য বেশি পড়লেও ভারতকে ভরসা রাখতে হচ্ছে সেই চিনের ওপরেই।
ব্যুরো রিপোর্ট