Market

মুদ্রাস্ফীতি আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে গোটা বিশ্ব এখন অস্থির। আর এই অস্থিরতার মধ্যেই জয়ের ডঙ্কা বাজাল মেড ইন্ডিয়া। চিনের একচেটিয়া সাম্রাজ্যের পতন ঘটিয়ে এবার জয়ের হাসি হাসল ভারত। বিশ্বের স্মার্ট ওয়াচ মার্কেটে এখন ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।
পরিসংখ্যান বলছে, ভারতীয় স্মার্ট ওয়াচের বাজার বৃদ্ধি পেয়েছে ৩৪৭ শতাংশ। বিশ্ব জুড়ে স্মার্ট ওয়াচের ডিম্যান্ড এখন আকাশছোঁয়া। প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিক্রি। আর এই বৃদ্ধির নেপথ্যে ভারতীয় ব্র্যান্ডকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভারতের দুটি স্মার্ট ওয়াচ ব্র্যান্ড নয়েজ আর ফায়ার বোল্টের পপুলারিটি এখন শীর্ষে।
এদিকে ক্রেজ কমছে চিনা স্মার্ট ওয়াচের। হুয়াই, ইমো, অ্যামাজফিটের বিক্রি কমেছে লক্ষণীয় ভাবে। আর এমন পরিস্থিতিতে বিশ্বের বাজার দখল করেছে ভারতীয় ব্র্যান্ড। মানে বিশ্বের স্মার্ট ওয়াচ মার্কেট এখন কাঁপছে ভারতীয় ব্র্যান্ডেই,
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ