Prime
Daily
ভারোত্তলনে রুপো এল ভারতে
By sanchitabpn21 | July 24, 2021
Daily
খরা কাটল অলিম্পিকের মঞ্চে। দীর্ঘ ২১ বছর পর ভারোত্তোলনে ভারতের ঘরে রুপো। কর্ণম বালেশ্বরীর পর মীরাবাই চানু। শনিবার ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন তিনি।
এর আগেও অবশ্য ভারতের মুখ উজ্জল করেছেন মণিপুরের মীরাবাই। ২০১৭ সালে ৪৮ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নেন মীরাবাই। পেয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক। তারপর চলছিল তাঁর দীর্ঘ লড়াই এবং পরিশ্রম। যার স্বীকৃতিস্বরূপ ভারতের হাতে রুপোর পদক তুলে দিয়ে ইতিহাস গড়লেন ২৬ বছরের মীরাবাই চানু।
প্রসঙ্গত উল্লেখ্য, এটিই ভারতের প্রথম পদকজয় চলতি টোকিও অলিম্পিকে। ইতিমধ্যেই তাঁর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সকল ক্রিড়াপ্রেমী মানুষ। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
ব্যুরো রিপোর্ট