Market
করোনা আবহে একদিকে যখন ভারতের অর্থনৈতিক অবস্থা ক্রমশই সঙ্গীন হয়েছে, তখন আরেকদিকে মাথা পিছু আয়ের নিরিখে ভারতকে ছাপিয়ে গিয়েছে বাংলাদেশ। আর যে কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক প্রতিদিন আরও মজবুত হচ্ছে। কারণ মাথা পিছু আয়ের নিরিখে ভারতকে ছাপিয়ে গিয়েছে এই প্রতিবেশী দেশটি। তাছাড়া পাশের দেশ হবার কারণে বাংলাদেশে যেমন সহজে আমদানি করা যায়, তেমনই রপ্তানি করতেও খুব একটা ঝামেলা পোহাতে হয়না। গতবছরে ভারতকে যখন তীব্র আর্থিক মন্দার মধ্যে পড়তে হয়েছিল, তখনও বাংলাদেশের ক্রয় করার ক্ষমতা ভারতের থেকে অনেকটাই বেশি ছিল। ভারতের রপ্তানি গন্তব্যের ২০টির মধ্যে মাত্র ৪টি দেশেই বেড়ে গিয়েছে রপ্তানি। চিনে যেমন ভারতের রপ্তানি বেড়েছে ২৭.৫%, তেমনই ইন্দোনেশিয়াতেও ২১.৭% পরিমান অধিক পণ্য রপ্তানি করা হয়েছে। এছাড়া ব্রাজিলেও বেড়েছে ৬%। ২০২০-২১ অর্থবর্ষে ভারত বাংলাদেশে ১.৫ বিলিয়ন ডলার তুলো রপ্তানি করেছে। ইলেক্ট্রিসিটি দেওয়া হয়েছে ৫১৭ মিলিয়ন ডলার। ৪৯৬ মিলায়ন ডলারের জ্বালানি,৩৫৪ মিলিয়ন ডলার পরিমাণের চাল এবং ৩২৮ মিলিয়ন ডলারের ভুট্টা। বলা হয়েছে, বাংলাদেশে রেডিমেড গার্মেন্টসের উৎপাদন জিডিপির ৪৫% এবং রপ্তানির ৮৫%। ফলে এই সময় যদি বাংলাদেশে আরও বেশি পরিমাণ রপ্তানি করা যায়, তাহলে আখেরে লাভ হবে ভারতেরই। ব্যুরো রিপোর্ট