Market

বাংলাদেশে ৫০ হাজার টন নন-বাসমতী চাল রপ্তানি করবে ভারত। যার ফলে মনে করা হচ্ছে, চাল রপ্তানিতে ভারত এবার খুব সুবিধাজনক জায়গায় থাকবে। একইসঙ্গে দেশের অর্থনীতির গতি বৃদ্ধিতে এই রপ্তানি অনেকটাই সহায়তা করবে। সূত্রের খবর, বাংলাদেশ এই চাল কিনতে চলেছে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া মারফত।
অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের একজিকিউটিভ ডিরেক্টর বিনোদ কাউল জানিয়েছেন, বাংলাদেশ এই চাল কিনলে দেশে উৎপাদিত নন-বাসমতী চাল রপ্তানি অনেকটাই মসৃণ হয়ে যাবে। শুধু বাংলাদেশ নয়, ভারত এই চাল রপ্তানি করবে আফ্রিকা এবং চিনেও। সেখানে ভারতীয় নন-বাসমতী চালের চাহিদা অনেকটাই বেশি। জানা গিয়েছে ২০২০-২১ অর্থবর্ষে আফ্রিকা প্রায় ৫৪% নন-বাসমতী চাল কিনেছে যার দরুন ভারতের কোষাগারে ঢুকেছে ৪.৭৯৬ বিলিয়ন ডলার।
অতিমারি বছরেও দেশের অর্থনীতি মজবুত থাকে কৃষিজাত পণ্য রপ্তানি করেই। এই সময় নন-বাসমতী এবং বাসমতী চালের রেকর্ড পরিমাণ রপ্তানি করে ভারত। ভারত নন-বাসমতী চাল রপ্তানি করে ১৩.৯ মিলিয়ন টন এবং বাসমতী চাল রপ্তানি করে ৪.৬ মিলিয়ন টন। একইসঙ্গে গম রপ্তানি করে ২.০৮ মিলিয়ন টন। যা ছিল গত ছ’বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাজারে এই বছরেও ভারত নন-বাসমতী চাল রপ্তানি করে মোটা অঙ্ক লাভের খাতায় তুলতে পারবে গত বছরের মত।
ব্যুরো রিপোর্ট