Market
নাহ, এবার আর শেষ রক্ষা হল না। বৈশ্বিক মন্দার ঢেউয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের মজবুত অর্থনীতি। কমল ভারতের রপ্তানি বাণিজ্যের অঙ্কটা। যুদ্ধ, মূল্যবৃদ্ধি, আর পর্যাপ্ত পুঁজির অভাবে যখন কার্যত পঙ্গু হয়েছে বিভিন্ন দেশ, তখনও নাকি রেকর্ড পরিমাণ ব্যবসা করছে ভারত, এমনটাই জানাচ্ছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তবে বিশ্বব্যাপী মন্দা যে ভারতের রেকর্ড রপ্তানিকে প্রভাবিত করতে পারে, সে আশঙ্কা যে একেবারেই ছিল না, এমনটা কিন্তু নয়। আশঙ্কা যাতে সত্যি না হয়, তার জন্য একের পর এক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যারপরনাই চেষ্টা করেছেন অর্থনীতিবিদরা। কিন্তু, এত চেষ্টা সবই বৃথা। আর কোনভাবেই আর ৫০০ বিলিয়ন ডলারের রপ্তানি বাণিজ্যের রেকর্ড ছোঁয়া গেল না।
তবে কি জানেন তো? নতুন অর্থবর্ষের শুরুটা কিন্তু এমন ছিল না। প্রথম ৬ মাসে ভারতের রপ্তানি বাণিজ্য বেড়েছিল ১২.৫৫ শতাংশ। এরপর জুন নাগাদ এক্সপোর্ট বিজনেস ধীরে ধীরে পতনের মুখোমুখি হয় এবং অক্টোবরে যা রেকর্ড পরিমাণে ধাক্কা দেয়। নভেম্বর ২০২০-র পর অক্টোবর ২০২২। অর্থনীতির ইতিহাসে রেকর্ড পতন এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে। শুধুমাত্র ইলেক্ট্রনিক পণ্য, চাল, চা, তৈলবীজ, তেলের খাবার এবং তামাক ছাড়া বাকি ২৪টা ক্ষেত্রেই ধাক্কা খেল রপ্তানি বাণিজ্য। নন-ফুয়েল, নন জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্টে সবচেয়ে বেশি পরিমাণে ধাক্কা খেয়েছে ভারত। এক্সপোর্ট কমেছে ২৪ শতাংশ মতো। বাণিজ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত অক্টোবরে এক্সপোর্ট কমেছে ১৬.৬৫ শতাংশ। তবে আমদানি বাণিজ্য বেড়েছে ৫.৭ শতাংশ মতো। আর এই রপ্তানি বাণিজ্যে রেকর্ড ক্ষতির কারণে ঘাটতির অঙ্কটা পৌঁছেছে ২৬.৯১ বিলিয়ন ডলারের ঘরে।
বাণিজ্য ঘাটতির এই রিপোর্ট প্রকাশিত হতেই সকলের সামনে পরিষ্কার হয়ে গেল ভারতের মজবুত, থুড়ি নড়বড়ে অর্থনীতির ছবিটা। যেখানে ২০২২-২৩ অর্থবর্ষে ৫০০ বিলিয়ন ডলারের এক্সপোর্ট বিজনেসের টার্গেট ছিল ভারতের, সেখানে এখন সামনে আসছে বাণিজ্য ঘাটতির রিপোর্ট? গল্প নয়। এটা এক্কেবারে সত্যি। আসলে মজবুত অর্থনীতি নিয়ে ভারতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বড়াই করলেও, একটা ওয়ার্নিং কিন্তু দিয়েছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর ঠিক তারপরেই সামনে এল বাণিজ্য ঘাটতির এই ভয়াবহ রিপোর্ট। যদিও বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল জানিয়েছেন যে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ- দুই কারণেই ক্ষতিগ্রস্থ হয়েছে ভারতের রপ্তানি বাণিজ্য। আর অক্টোবরে ফেস্টিভ হলিডে থাকায় তার প্রভাব পড়েছে রপ্তানি ক্ষেত্রে। একদিকে মন্দার কারণে উথালপাথাল বিশ্বঅর্থনীতি, অন্যদিকে চাহিদার অভাবে কমছে রপ্তানি বাণিজ্য, ফুরোচ্ছে বিদেশী রিজার্ভের পরিমাণ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের অর্থনীতিকে ফের মজবুত করতে এখন কোন ম্যাজিক কাজ করে, সেটাই দেখার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ