Market
ঘুরে দাঁড়াচ্ছে দেশ। সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। সম্প্রতি কেন্দ্রের রিপোর্টে দাবি করা হয়েছে, বিশ্বের অন্যতম দ্রুত আর্থিক বৃদ্ধি হচ্ছে আমাদের ভারতের। যা বিশ্ব অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে।
কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, দেশে ফের তৈরি হচ্ছে ব্যবসার অনুকূল পরিস্থিতি। পাল্লা দিয়ে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। সঙ্গে টিকাকরণে জোর। ফলে আর্থিক সমৃদ্ধির পথে আর কোন বাধাই থাকছে না। মনে করা হচ্ছে, এই অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধি পেতে পারে প্রায় ১১ শতাংশ। আর এই বৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখছে কৃষিক্ষেত্র।
সূত্রের খবর, এই বছরে দেশে কৃষিজ পণ্যের রফতানি বাড়তে পারে ২২ শতাংশের কাছাকাছি। যা কৃষি অর্থনীতিকে একধাক্কায় অনেকটা উপরে তুলে দেবে। সঙ্গে রয়েছে দেশীয় ব্যবসায়ীদের আত্মনির্ভর হয়ে ওঠার চওড়া পথ। এমনিতেই দীপাবলির সময় চিনা পণ্য বয়কটের জন্য বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় প্রতিবেশী দেশকে। পরিবর্তে ভারতের আত্মনির্ভর হওয়ার স্বপ্ন অনেকটাই মজবুত হয়। শুধু দীপাবলিতেই ভারতে ব্যবসা হয়েছিল ১.৩ লক্ষ কোটি টাকার। তার সঙ্গে রয়েছে চাহিদা এবং জোগানের দারুণ ভারসাম্য। সবমিলিয়ে ভারত যেভাবে আর্থিক বৃদ্ধিকে পাখির চোখ করে এগিয়ে চলেছে তাতে আশা করাই যায়, আর্থিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হতে খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হবেনা ভারতকে।
ব্যুরো রিপোর্ট