Daily

সংক্রমণের দ্বিতীয় ঢেউ ক্রমশই শক্তি হারাচ্ছে। তবু এর মধ্যেই আতঙ্কের পারদ চড়িয়ে খবর, আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ যা চলতি বছরের অক্টোবর মাসেই আছড়ে পড়তে পারে ভারতের বুকে। এবং সেই রেশ বহাল থাকবে টানা এক বছর মত। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স ৪০ জন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানি এবং ভাইরোলজিস্টদের নিয়ে একটি সমীক্ষা চালায়। সেখান থেকেই জানা গিয়েছে, এই বছর অক্টোবর মাসেই করোনা তৃতীয় ঢেউ নিয়ে আছড়ে পড়তে চলেছে।
তবে এবারে তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে শিশুদের। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের এক তৃতীয়াংশ। তাঁদের বক্তব্য যেহেতু শিশুদের জন্য এখনও পর্যন্ত কোনরকম টিকাকরণ প্রক্রিয়া চালু হয়নি তাই তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি ঝুঁকি থেকে যাবে শিশুদের। খ্যাতনামা চিকিৎসক দেবী শেঠি জানিয়েছেন, শিশুদের জন্য স্বাস্থ্য পরিকাঠামোয় একেবারেই প্রস্তুত নেই দেশ। শিশু চিকিৎসার জন্য আইসিইউ বেডের সংখ্যা সত্যিই কম। ফলে পরিণতি ভয়াবহ হতে পারার মত সতর্কবার্তা দিয়ে রেখেছেন তিনি।
উল্লেখ্য, তৃতীয় ঢেউ শিশু ছাড়া বাকিদের খুব একটা কাবু করতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার অন্যতম প্রধান কারণ টিকাকরণ এবং প্রাকৃতিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাওয়া। যে কারণে দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউয়ের মত তীব্র হবে না বলেই মনে করছেন চিকিৎসকরা। কিন্তু স্থায়ী হতে পারে গোটা একটি বছর।
ব্যুরো রিপোর্ট