Daily
বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা সামগ্রী আমদানিকারক দেশ হিসাবে বিবেচনা করা হয় ভারতকে। কিন্তু আর হয়তো বেশিদিনের জন্য নয়। লক্ষ্য? ২০২৫ সালের মধ্যে ৩৫ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী বিদেশে রপ্তানি করা। তাহলে কি মোদীর ‘মেড ইন ইন্ডিয়া’-র স্বপ্ন এবার সত্যির পথে? আগামী ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত গান্ধীনগরে অনুষ্ঠিত হতে চলা প্রতিরক্ষা প্রদর্শনী সঙ্ক্রান্ত একটি বৈঠকে, গত সোমবার রাজনাথ সিংহের বক্তব্যে অন্তত এমন ছবিই ফুটে উঠল।
গত ১৮ অক্টোবর থেকে গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রদর্শনী। ১২ তম বর্ষে এসে এবারে এই অনুষ্ঠানের থিম রাখা হয়েছে ‘path to pride’। আর এই অনুষ্ঠান সংক্রান্ত একটি বৈঠকেই বেশ কয়েকটি বক্তব্য প্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি জানান, চলতি বছরের প্রথম ৬ মাসেই ৮ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির মাইলস্টোন স্থাপন করেছে দেশ। এরপরের লক্ষ্য ৩৫০০০ কোটি। ২০২৫ সালের শেষে বার্ষিক রপ্তানির এই লক্ষ্য পূরণের উদ্দ্যেশ্যে এখন তৎপর মোদী সরকার। তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে ভারতের প্রতিরক্ষা রপ্তানির মাত্রাটা কেবল ৯০০-১৩০০ কোটির মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু এতবছর পর সেই অঙ্কটা ৩০ হাজার কোটি টাকার গণ্ডি ছুঁতে সক্ষম হয়েছে। এই বিষয়ে আবার প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেছেন, ২০২১ -২২ সালে প্রতিরক্ষা সামগ্রী এবং প্রযুক্তি রপ্তানির অঙ্কটা যেখানে ১৩ হাজার কোটি টাকা। ২০২২-২০২৩ সালে দাঁড়িয়ে সেই অঙ্কটা পোঁছতে পারে ১৭ হাজার কোটি টাকায়।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের মুখ দিয়ে এইদিন ভারতের নামে শোনা গেল আরও প্রশংসা। প্রতিরক্ষা রপ্তানি ব্যবস্থার প্রশংসায় তিনি জানান, আজ থেকে কিছু বছর আগেও ভারতকে সর্ববৃহৎ প্রতিরক্ষা আমদানিকারক দেশ হিসাবে বিবেচনা করা হত। সেই যায়গায় দাঁড়িয়ে ভারত আজ, প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিকারক দেশগুলির তালিকায় প্রথম ২৫ টি দেশের মধ্যে একটি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ