Market
জ্বালানির মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা আমজনতার। তবে শুধু ভারত বলেই নয়। বাইডেন প্রশাসনও জ্বালানির আগুনদাম নিয়ে যথেষ্ট চিন্তিত। চিন্তার মেঘ জমেছে চিন এবং জাপানেও। আর ঠিক তখনি তেলের এই আগুনদামের হাত থেকে দেশবাসীকে রেহাই দিতে ৫ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তারপরেই নড়েচড়ে বসেছে চিন, জাপান সহ ভারত।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারও এবার বেশ তৎপর হয়েছে তেলের দাম কমানো নিয়ে। তার জন্য কয়েকদিনের মধ্যেই তেল ছাড়ার পদক্ষেপ নিল কেন্দ্র। জানা গিয়েছে, ৫০ লক্ষ ব্যারেল তেল ছাড়তে চলেছে কেন্দ্র। কর্ণাটকের ম্যাঙ্গালোর, পাদুর এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে এই তেল ছাড়া হতে পারে।
ইতিমধ্যেই তেল ছাড়া নিয়ে ভারত সহ ব্রিটেন, চিন, জাপান, দক্ষিণ কোরিয়ার মোট একাধিক শহরের সঙ্গে কথা চালিয়েছিল আমেরিকা। তারপরেই আমেরিকার পথে হাঁটতে চলেছে ভারত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এরপরে। আমেরিকার পথে হেঁটে ভারত যদি তেল ছাড়ে তাহলে বিশ্ববাজারে সেই প্রভাব কতটা পড়বে? দেশের মানুষ কি এরপরে জ্বালানির এই দামের হাত থেকে রেহাই পাবেন? আপাতত সেই প্রশ্নটাই ঘুরছে বিশেষজ্ঞমহলে।
ব্যুরো রিপোর্ট