Market
অতিমারিতে গোটা বিশ্বের অর্থনীতি এমনিতেই ঝিমিয়ে পড়েছে। তার মধ্যেও ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে প্রত্যেকটি দেশ। তবে এর মধ্যেই স্বস্তির খবর ভারতের জন্য। জানা গিয়েছে, ম্যানুফ্যাকচারিং হাবের ক্ষেত্রে বিশ্বমানচিত্রে পছন্দের দেশ হিসেবে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। টপকেছে আমেরিকাকে। পিছিয়ে প্রতিবেশি দেশ চিনের থেকে।
মূলত ওষুধ, ইঞ্জিনিয়ারিং এবং রাসায়নিক ক্ষেত্রে ভারতকে পছন্দ করছে অন্যান্য দেশ। সূত্রের খবর, ভারতকে বেছে নেওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে উৎপাদকদের আগ্রহ। অর্থাৎ কম খরচে উচ্চমানের কাজের জন্য ভারতকে পছন্দ করছেন বিশ্বের নামীদামী সংস্থাগুলি। জানা গিয়েছে, বিশ্ব দরবারে বাণিজ্যের ব্যপ্তি ছড়িয়ে দেবার জন্য আউটসোর্সিং-য়ে আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে ভারত।
গোটা বিশ্বে ইউরোপ, আমেরিকা, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোট ৪৭টি দেশের ওপর সমীক্ষা চালানো হয়। সেখানেই দেখা গিয়েছে যে, বিশ্বমঞ্চে ম্যানুফ্যাকচারিং হাবের জন্য শীর্ষে থাকা চিনের পরেই উঠে এসেছে ভারতের নাম। তবে ভারতের দ্বিতীয় স্থানে থাকার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে, চিন থেকে বহু সংস্থা নিজেদের সরিয়ে নিয়েছে। যার পজিটিভ প্রভাব পড়েছে ভারতের উপরে।
ব্যুরো রিপোর্ট