Market

অতিমারি আবহেও দেশকে আর্থিকভাবে মজবুত করেছে কৃষিক্ষেত্র। এবার সেই ছবিটাই স্পষ্ট হল শসা রফতানিতে। আন্তর্জাতিক বাজারে শসা রফতানি করে শীর্ষে পৌঁছল ভারত। রফতানি করেছে ১,২৩,৮৪৬ মেট্রিক টন শসা। আর শসা রফতানি করে কেন্দ্রের আয় ছুঁয়েছে ১১৪ মিলিয়ন ডলার। উল্লেখ্য, ভারত শুধু শসা নয়। শসার পাশাপাশি ক্ষীরা রফতানিতেও উল্লেখযোগ্য ছাপ রেখেছে দেশের কৃষি ক্ষেত্র।
সূত্রের খবর, ভারত ক্ষীরা রফতানিতে রেকর্ড গড়েছে বেনজির। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, স্পেন, কানাডা, রাশিয়া সহ বিশ্বের ২০টি দেশে ক্ষীরা রফতানি করে ভারত নিজের কৃষিক্ষেত্রকে অনেকটাই চাঙ্গা করে তুলেছে। যার সরাসরি প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। সূত্রের খবর, শসা এবং ক্ষীরা উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছেন দেশের ৯০ হাজার চাষি। শসা এবং ক্ষীরার ব্যপক পরিমাণ রফতানির জন্য চাষিদের মুখের হাসি আরও অনেকটাই চওড়া হল। আর্থিকভাবে লাভবান হলেন তাঁরা।
উল্লেখ্য, করোনা আবহে যখন দেশের একাধিক শিল্পক্ষেত্রগুলি কার্যত ধুঁকছিল ঠিক সেই সময় দেশের বাজারকে চাঙ্গা রাখে কৃষি। দেশের কৃষিক্ষেত্র করোনা আবহে বেহাল অর্থনীতির সঠিক দিশারি হয়ে দাঁড়িয়েছিল। শসা রফতানি করে ভারতের রেকর্ড আয় সেই ছবিটাই আবারো স্পষ্ট করে দিল।
ব্যুরো রিপোর্ট