Prime
Daily
আর্থিক ক্ষেত্রে নয়া মাইলস্টোন ভারতের
By sanchitabpn21 | September 17, 2021
Daily
আর্থিক ক্ষেত্রে নয়া মাইলস্টোন ভারতের। করোনা আবহ কাটিয়ে উঠেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি যে লাফিয়ে বাড়ছে, সে বিষয়ে নিশ্চিত করেছেন অর্থনীতিবিদরা। এরই মধ্যে এলো আরেক খুশির খবর।
সামনে আসলো নজরকাড়া খবর। চলতি মাসের প্রথমে ভারতের ত্রিমাত্রিক জিডিপি বৃদ্ধিতে রেকর্ড করেছে দেশ। যার ফলের দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার সর্বোচ্চ রেকর্ডে পৌঁছালো। এছাড়াও ভারত সরকারের তৈরি নতুন টেলিকম নীতি সামনে আসতেই শেয়ার বাজার পৌঁছলো তুঙ্গে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার বোম্বে স্টক এক্সচেঞ্জ ৫৯,১৪১ এবং নিফটি ১৭,৬২০ পয়েন্টে পৌঁছয়।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নতুন টেলিকম নীতির পর থেকেই বিদেশি লগ্নির ধারাবাহিক প্রবাহ বৃদ্ধি পেয়েছে ভারতে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মাসেই সেন্সেক্স ৬০ হাজারের গণ্ডি পার করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট