Daily

আমেরিকার চোখকে ফাঁকি দিয়ে আজকের দিনেই ভারত ঘটিয়েছিল এমনই একটি অভূতপূর্ব ঘটনা। যার দরুন গোটা বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে নিতে সক্ষম হয়েছিল ভারত।
সাল ১৯৯৮ এর ১১মে। পোখরানে ঘটানো হল পারমাণবিক বিস্ফোরণ। তাও একটি নয়, দুটি নয় পরপর পাঁচটি। আর এই গোটা কর্মকান্ড নেতৃত্ব দিলেন ভারতের প্রোথিতযশা বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি ড: এপিজে আবদুল কালাম। তখন প্রধানমন্ত্রীর আসনে বর্ষীয়ান রাজনীতিবিদ অটলবিহারী বাজপেয়ী। তারপর থেকেই আজকের দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হয়।
১৯৯৮ সালে পারমাণবিক পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল পোখরানকে। সাফল্য এলে ভারতকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তার সঙ্গে এই দিনটিকে ন্যাশনাল টেকনোলজি ডে বা জাতীয় প্রযুক্তি দিবস হিসাবেও ঘোষণা করেন তিনি।
পোখরানের সাফল্যে ভারত বিশ্বের কাছে পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। যা তৎকালীন বিশ্বদরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর সেই উদ্দেশ্যেই ১১মে প্রতিবছর পালন করা হয় জাতীয় প্রযুক্তি দিবস। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে আজকের দিনের গুরুত্ব তুলে ধরেছেন।
ব্যুরো রিপোর্ট