Trending
ভারত-কানাডার উত্তেজনার আঁচ এখনই নেভার নয় মাহিন্দ্রা ক্ষতিগ্রস্ত হয়েছিল আগেই টালমাটাল পরিস্থিতির জন্য এবার আর্থিক ক্ষতি রিলায়েন্সের বুধবার রিলায়েন্সের শেয়ার দরে ভালোরকম পতন হয় তার জেরেই মুকেশ অম্বানি খোয়ালেন ১৪ হাজার ৭০০ কোটি টাকা এমনটাই জানাচ্ছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স শুধু বুধবার রিলায়েন্স চিফের সম্পত্তি কমল প্রায় ১.৭৭ বিলিয়ন ডলার রিলায়েন্সের শেয়ার দর বুধবার পড়ে ২% মতন বর্তমানে মুকেশ অম্বানির সম্পত্তির পরিমাণ দাঁড়াল ৮৯.২ বিলিয়ন ডলার বিলিয়নেয়ার র্যাঙ্কিং-এ মুকেশ অম্বানি চলে এলেন ১১ থেকে ১২ নম্বরে তাঁকে ছাপিয়ে এগিয়ে গেলেন মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম বর্তমানে কার্লোস স্লিমের সম্পত্তির পরিমাণ ৯১.৪ বিলিয়ন ডলার শুধু বৃহস্পতিবার কার্লোস স্লিমের সম্পত্তি বৃদ্ধি ১৫৪ মিলিয়ন ডলার তবে অম্বানির আর্থিক ক্ষয় হলেও সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আদানির গৌতম আদানির সম্পত্তি বেড়েছে ৩ হাজার ৯০০ কোটি টাকা বর্তমানে আদানির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াল ৬৪.৭ বিলিয়ন ডলার যদিও এই বছরে সবথেকে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন আদানি প্রায় ৫৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে গৌতম আদানির এতোকিছুর পরেও অবশ্য ধনী তালিকার প্রথম ২০-তে রয়েছেন আদানি ভারত-কানাডার কূটনৈতিক বিরোধ ধীরে ধীরে নয়া উচ্চতায় পৌঁছচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে দুই দেশের শিল্পখাতে কানাডায় বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে ভারতের সেখানে সর্বমোট বিনিয়োগের পরিমাণ ৪০ হাজার ৪৪৬ কোটি টাকা ভারতের আইটি সংস্থাগুলোর বিনিয়োগ এক্ষেত্রে খুব উল্লেখযোগ্য প্রশ্ন উঠছে, দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হবার কারণেই এতো আর্থিক ক্ষতি? কবে মিলবে সুরাহা? এখনই কোন জবাব দিতে পারছে না ভারত-কানাডা তবে কানাডাকে শিক্ষা দিতে ভারত ভিসা প্রক্রিয়া বন্ধ রেখেছে যদিও কানাডার ভারতীয়দের এখনই আতঙ্কে থাকার প্রয়োজন নেই এমনটাই বলছেন বিশেষজ্ঞদের একাংশ বিজনেস প্রাইম নিউজ