Tourism

ট্রেনে করে বিদেশ ভ্রমণ করার কথা কখনো ভেবেছেন? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই এক উদ্যোগ নিতে চলেছে ভারতীয় রেল। রেল এবার পাহাড়েও ছুটবে। সিকিমের সঙ্গে রেলপথে যোগাযোগের কাজ এর মধ্যেই শুরু হয়ে গেছে। এবার লক্ষ্য ভূটান।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর জানিয়েছেন যে ভারত ও ভূটান এর মধ্যে আন্তর্জাতিক ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে ভারতীয় রেল। আসলে ভ্রমণ পিপাসুদের কাছে ভুটান খুব পছন্দের জায়গা। কম খরচে বিদেশ ভ্রমনের আস্বাদ পাওয়া যায় ভুটানে গিয়ে। শুধু বিদেশ বলে নয়, ছোট্ট ছিমছাম এই ভূটান এর নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে। এই রেলপথ চালু হলে শুধু যে দুই দেশের পর্যটন বৃদ্ধি পাবে তা নয়, দুই দেশের মধ্যে দ্বি পাক্ষিক সম্পর্কও উন্নত হবে ।
রেলের তরফ থেকে জানানো হয়েছে যে প্রথমে অসম থেকে ভূটান এর গ্যালিম্ফু পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার রেলপথ পাতার কাজ শুরু হবে। অসম থেকে এই যোগাযোগ স্থাপন হওয়ায় সমগ্র পূর্ব ভারত থেকে ভূটান যাওয়া এবং ভূটান থেকেও এ দেশে যাতায়াত সহজ ও কম খরচ সাপেক্ষ হবে। রেলের এই উদ্যগে দুই দেশের ব্যবসায়ীমহল ও ভীষণ খুশি কারণ রেলপথ চালু হলে দুই দেশেরই ব্য বসা বানিজ্য বৃদ্ধি পাবে।
এই প্রেক্ষীতে পররাষ্ট্র মন্ত্রী আর বলেছেন যে ভূটান ও ভারতের সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। কারণ তারা জানে যে ভূটান এর অর্থনীতি র অনেকটাই নিরভর করছে পর্যটনের ওপর। যোগাযোগ ব্যবস্থা সহজ হলে এবং যাতায়াতের খরচ কম হলে আরও বেশি বেশি মানুষ ভূটান বেড়াতে যাবেন তা বলার অপেক্ষা রাখে না। সব কিছু পরিকল্পনা অনুসারে চললে খুব শিঘ্রই এই প্রকল্প কার্যকর হবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ